করোনা যোদ্ধাঃ ইন্সটাগ্রামের প্রতিষ্ঠাতারা তৈরি করলেন করোনা ট্র‍্যাকিং সিস্টেম 

বাংলাহান্ট ডেস্কঃ ইন্সটাগ্রাম প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম ও মাইক ক্রিয়েংগার, এবার লঞ্চ করলেন নতুন করোনা ভাইরাস ট্রাকিং সিস্টেম Rt.live, এই সিস্টেমটি একজন আক্রান্ত ব্যাক্তি থেকে কত জন ব্যাক্তির সংক্রমণ হচ্ছে তা ট্র‍্যাক করবে। ফেসবুক থেকে বেরিয়ে আসার পর এই প্রথম তারা নতুন কোনো প্রজেক্টে নিজেদের নিয়োজিত করেছেন।

আরটি প্রতিটি অঞ্চলে করোনা ভাইরাসের কার্যকর প্রজনন হার গননা করে। নির্দিষ্ট অঞ্চলে একক সংক্রমণ থেকে কতগুলি মাধ্যমিক সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এটি থেকেভতা সহজেই অনুমান করা যায়। ১.০ এর বেশি মানের অর্থ সেই অঞ্চলে আমাদের আরও কেস প্রত্যাশা করা উচিত, ১.০ এর চেয়ে কম মান হলে সেখানে ভাইরাসের সংক্রমণ কমে আসবে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারত সরকার এই অ্যাপ (App) চালু করছেন, যার মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তিদের খুব সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। করোনার মহামারী এড়াতে এবং সুরক্ষার জন্য আরোগ্য সেতু অ্যাপটি কয়েক দিন আগে চালু করা হয়েছিল। মাত্র এক সপ্তাহের মধ্যে সরকার প্রকাশিত এই অ্যাপ্লিকেশনটি দুই কোটিরও বেশি মানুষ ডাউনলোড করেছেন। ১৩ দিনে ছাড়িয়েছে ৫০ মিলিয়নের সংখ্যা।

স্মার্টফোনের মাধ্যমে এটি যুক্ত করা থাকবে। স্মার্টফোনের লোকেশন অন করে ব্লুটুথ এবং ডেটা অন করলে এই অ্যাপ কাজ করা শুরু করে দেবে। কোন ব্যক্তি কোথাও কোন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই অ্যাপ মারফত জানা যাবে। আবার কোন সুস্থ ব্যক্তির ৬ ফুটের মধ্যেও যদি কোন করোনা আক্রান্ত ব্যক্তি আসেন, তাহলেও এই অ্যাপ তাঁর কাজ করা শুরু করে দেবে।

সম্পর্কিত খবর