লঞ্চ হবার আগেই নেটপাড়ায় হইচই ফেলে দিয়েছে টিকটকের বিকল্প Instagram reel, বইছে মিমের বন্যা

বাংলাহান্ট ডেস্কঃ টিকটক (tiktok) সহ ৫৯ টি অ্যাপ ভারতের (india) বাজারে বন্ধ হবার পর ভারত ও বিদেশের সংস্থাগুলি একের পর এক অ্যাপ লঞ্চ করে বাজার ধরতে চাইছে। এর মধ্যে ব্যাতিক্রম নয় ফেসবুকও। সম্প্রতি তারা ইন্সটাগ্রামের রিল আপডেট ভারতে টেস্ট করবার কথা ঘোষনা করেছে। আর এতেই নেট পাড়ায় শুরু হয়েছে আলোচনা। ছড়িয়ে পড়ছে একের পর এক মিম।

   

গত ২৯ জুন চীনের অ্যাপে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তথ্যপ্রযুক্তি আইনের 69 ধারা ব্যবহার করে এই অ্যাপ গুলিতে নিষিদ্ধ করা হয় এবং সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যাতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে বিপদজনক এই চিনা অ্যাপগুলি। লাদাখ সীমান্তে ভারত-চীন উত্তেজনার মাঝে ভারত সরকারের এই সিদ্ধান্ত চীনের কাছে কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।

https://twitter.com/shubham707306/status/1281043503598800896?s=19

জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতে আসতে পারে ইনস্টাগ্রাম রিল। ফেসবুক জানিয়েছে খুব শীঘ্রই টিকটকের ক্লোন লাসো কে বন্ধ করে ভারতে ইনস্টাগ্রামের এই নতুন আপডেটটির টেস্টিং শুরু হবে। ইতিমধ্যে ব্রাজিল, ফ্রান্স ও জার্মানিতে এই নতুন আপডেট চালু হলেও তাতে বেশ কিছু সমস্যার কথা জানিয়েছেন গ্রাহকেরা। সেই সমস্যাগুলির সমাধান করেই ভারতে টেস্টিং চালু করা হবে।

https://twitter.com/drishtisinha6/status/1280888902828478465?s=19

তবে টেস্টিং লঞ্চ হবার আগে এত আলোচনা আগে কোন অ্যাপে হয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই। যদি সত্যি ইন্সটা রিল নেটিজেনদের আশা পূরনে সমর্থ হয় তবে টিকটকের ফেলে যাওয়া বাজারের অনেকটাই তারা দখল করে নিতে সক্ষম হবে

https://twitter.com/The_bekar_manus/status/1281051016150937605?s=19

প্রসঙ্গত, টিকটকের জনপ্রিয়তা মূলত ভাগ হয়ে যাচ্ছে চিঙ্গারি ও রোপোসোর মধ্যে। রোপোসোর তরফ থেকে জানানো হয়েছে, ১ দিনেই ১ কোটি মানুষ ডাউনলোড করবে বলে আশা করছে রোপোসো। অ্যাড টেক ইউনিকর্ন ইনমবি প্রতিষ্ঠাতা এবং সিইও নবীন তিওয়ারি দাবি করেছেন যে ভিডিও শেয়ারিং অ্যাপটি রোপোসো কয়েক সপ্তাহের মধ্যে ১০ গুন লোক ডাউনলোড করেছে।

পাশাপাশি চিঙ্গারির উদ্যোক্তা সুমিত ঘোষ দাবি করেছে, “অ্যাপে প্রতি মিনিটে প্রায় 10,000 ব্যবহারকারী রয়েছেন। প্রতি ঘন্টা 3 মিলিয়ন ভিডিও স্যুইপ করা বা দেখা হচ্ছে। গত ২৪ ঘন্টা ২ মিলিয়ন ভিডিও দেখা হয়েছে। প্রতি ঘন্টা 90,000 নতুন ব্যবহারকারী অ্যাপ্লিকেশনটিতে যোগদান করছে” সহজেই এর থেকে এই প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা যে কি হারে বাড়ছে বোঝা যাচ্ছে

সম্পর্কিত খবর