বড় খবর! কলকাতার পরিবর্তে এবার রাজ্যের এই শহরে প্রথম 5G পরিষেবা শুরু করতে চলেছে Airtel

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি মাসের প্ৰথম দিনে দেশে 5G পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তারপর থেকেই টেলিকম সংস্থাগুলির মধ্যে এই পরিষেবা শুরুর ক্ষেত্রে চরম তৎপরতা পরিলক্ষিত হয়েছে। এরই মধ্যে Airtel ভারতের আটটি শহরে 5G পরিষেবা চালু করার ঘোষণা করেছে বলে জানা গিয়েছে। এই আটটি শহরে Airtel 5G Plus পরিষেবার সূচনা করা হয়েছে।

আপাতত দিল্লি, মুম্বই, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, নাগপুর, শিলিগুড়ি এবং বারাণসীতে এই পরিষেবা শুরু করা হয়েছে। অর্থাৎ, কলকাতার পরিবর্তে রাজ্যের মধ্যে শিলিগুড়িতেই প্রথম Airtel 5G Plus পরিষেবা শুরু হল। এদিকে, আগামী বছরের মধ্যেই দেশের সমস্ত শহরে 5G নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়ে নিজেদের পরিকল্পনা ঘোষণা করেছে Airtel।

উল্লিখিত এই আটটি শহরে গ্রাহকরা পর্যায়ক্রমে Airtel 5G Plus পরিষেবা পাবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, সংস্থার তরফেও সংশ্লিষ্ট শহরগুলিতে 5G নেটওয়ার্কের রোলআউটের ক্ষেত্রে তুমুল প্রস্তুতি শুরু করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, Bharti Airtel-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও গোপাল ভিট্টল জানান, যেকোনো 5G স্মার্টফোনেই এখনকার সিম কার্ডের সাহায্যে 5G নেটওয়ার্ক ধরা যাবে।

Airtel 5G Plus পরিষেবাটি ঠিক কি: এই প্রসঙ্গে Airtel জানিয়েছে যে, অন্যান্য নেটওয়ার্কের তুলনায় Airtel 5G Plus-এর ক্ষেত্রে তিনটি বিশেষ সুবিধা পাবেন গ্রাহকেরা। প্রথমত, এটি সমস্ত 5G স্মার্টফোনের ক্ষেত্রেই কম্প্যাটিবেল হবে।

The first 5G service was introduced by Airtel, a successful trial in Hyderabad

এছাড়াও, সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, বর্তমানে স্থিত ইন্টারনেটের গতির চেয়ে Airtel 5G Plus পরিষেবায় প্রায় ২০ থেকে ৩০ গুণ দ্রুত ইন্টারনেট পরিষেবা মিলবে। পাশাপাশি, ভয়েস কলের মানও যথেষ্ট উন্নত হবে। এমনকি, পরিবেশ বান্ধব উপায়ে কাজ করার পাশাপাশি, শক্তির ব্যয় হ্রাস করার প্রচেষ্টাও বলে করা হচ্ছে বলে জানিয়েছে Airtel।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর