পছন্দ নয় পিকের কাজ, ভোট কুশলীকে দলে নেওয়া নিয়ে কংগ্রেসের অন্দরে মতানৈক্য

বাংলা হাট ডেস্কঃ রাহুল গান্ধী (Rahul Gandhi) সহ কাউকেই সরাসরি আঘাত না করলেও একসময় আকার ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিতেন, কংগ্রেসের সঙ্গে কাজ করতে যথেষ্ট সমস্যা রয়েছে তার। কারণ কংগ্রেস একটি বর্ষিয়ান দল, তাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে। যে সীমাবদ্ধতা মানতে গেলে সব সময় নিজের মতো করে কাজ করা সম্ভব হয় না। গত এক সপ্তাহে রাহুলের সঙ্গে পরপর তিন তিনটি বৈঠকের পর শুনতে অবাক লাগলেও যিনি এক সময় এই মত প্রকাশ করতেন তার নাম প্রশান্ত কিশোর (Prashant Kishor)। এখন কার্যত তার কংগ্রেসের যোগ দেওয়া একরকম স্পষ্ট। শুধু তাই নয় দলীয় সূত্রে খবর বড় পদ নিয়েই যোগ দিতে চলেছেন পিকে।

   

তবে এরই মাঝে ফের একবার কংগ্রেসের মতাদর্শ গত সমস্যা মাথা চাড়া দিয়ে উঠল। সূত্রের খবর অনুযায়ী, রাহুল গান্ধী পিকের ব্যাপারে আগ্রহী হলেও দলের একটি অংশ মোটেই প্রশান্ত কিশোরকে মেনে নিতে রাজি নন। প্রশান্ত কিশোরের সমস্যাটা ঠিক কি? তাদের মতে, প্রশান্ত কিশোর যেভাবে কাজ করেন, তাতে কারও কথা শুনে চলেন না তিনি। তিনি এবং তাঁর নিজের দলই সেখানে শেষ কথা। আর তাতেই সমস্যা রয়েছে এই নেতাদের।

গত ২২ জুলাই প্রশান্ত কিশোরকে দলে নেওয়ার ব্যাপারে কমল নাথ (Kamal Nath), মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge), একে অ্যান্টনি, অজয় মাকেন (Ajay Makan), আনন্দ শর্মা (Anand Sharma), হরিশ রাওয়াত (Harish Rawat), অম্বিকা সোনি (Ambika Soni), এবং কে সি বেণুগোপালের (KC Venugopal) মত বর্ষীয়ান নেতাদের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। তাকে দলে নিলে কিভাবে নেওয়া হবে? কোন পদে যোগ দেবেন তিনি? এই সংক্রান্ত একাধিক আলোচনা হয় এই বৈঠকে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রশান্ত কিশোরের সঙ্গে একবারই কাজ করেছে কংগ্রেস। ভোট কুশলী প্রশান্তর জীবনে সেটিই এখনও পর্যন্ত একমাত্র নির্বাচনী ব্যর্থতা। সাল ২০১৭, স্থান উত্তর প্রদেশ। খবর অনুযায়ী, এ দিনের বৈঠকে এ প্রসঙ্গে এ কথা বলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। তাদের মতে, প্রশান্ত কিশোর ভালোই এগিয়েছিলেন, রাহুলের কিষাণ যাত্রার পর যথেষ্ট গতি পেয়েছিল কংগ্রেস। কিন্তু ভুলটা হয় অখিলেশের সঙ্গে জোট বাঁধতে গিয়ে। এই শীর্ষ নেতারাই মত দিয়েছেন প্রশান্তকে ধরে রাখার পক্ষে। অন্য পক্ষের বক্তব্য প্রশান্ত কিশোরের ভূমিকা অনেকটাই ওভাররেটেড।

INC,Rahul Gandhi,Prashant Kishor,INC party inter clash,India,কংগ্রেস,রাহুল গান্ধী,প্রশান্ত কিশোর,পার্টির অন্তর্দ্বন্দ্ব,ভারত

তবে জানা গিয়েছে রাহুল গান্ধী এবিষয়ে অনড়। শুধু পিকেকে দলে নেওয়াই নয়, তাকে বড় পদে বসিয়ে সম্পূর্ণ ফ্রি হ্যান্ড দেওয়ার পক্ষেই সরব তিনি। তাই অনেকেই মনে করছেন, পাঁচ রাজ্যের নির্বাচনের আগেই দলে যোগ দিতে পারেন প্রশান্ত কিশোর। এখন যদিও আগামী দিনে পরিস্থিতি কী দাঁড়ায় তার উত্তর দেবে সময়ই।

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর