‘হিন্দু ধর্মে তিন তালাক নেই, পুজো ভালো লাগে”, অঙ্কুরকে বিয়ে করে সাবা থেকে সোনি হলেন মুসলিম যুবতী

বাংলাহান্ট ডেস্ক : ভিন্ন ধর্মের বিয়ে সমাজে ব্রাত্য হলেও প্রেমের সম্পর্কে ধর্ম কখনও বাধা হতে পারে না। তার প্রত্যক্ষ প্রমাণ দিলেন সাবা। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বেরেলিতে সাবা বি নামের এক মেয়ে হিন্দু ছেলে অঙ্কুর দেবলকে হিন্দু মতে বিয়ে করেছেন। শুধু তাই নয়, তিনি নিজের নাম বদলে রেখেছেন সোনি দেবল। গত ৬ বছর ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সাবা ওরফে সোনি দেবলের পরিবারের সদস্যরা বিয়ের জন্য রাজি ছিলেন না। এরপর পালিয়ে মন্দিরেই বিয়ে হয় দুজনের।

   

সূত্রের খবর, সাবা বি বেরেলির আলিগঞ্জ এলাকার গণির বাসিন্দা। অঙ্কুর দেবলও বেরেলির বিশারতগঞ্জের বাসিন্দা। সাবা ও অঙ্কুরের বাবার বিশারতগঞ্জে কাপড়ের দোকান আছে। এই দোকানে সাবা তার বাবাকে দেখতে যেতেন। সেখানেই অঙ্কুরের সাথে তার আলাপ।

এরপর তাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারপর বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। অঙ্কুর ও সাবা এক হওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে সাবা তার পরিবারের সদস্যদের সামনে অঙ্কুর এবং তাদের সম্পর্কের কথা বললেও তার পরিবারের সদস্যরা রাজি হননি। সাবা ও অঙ্কুরের মধ্যে কথাবার্তা বন্ধ করে দেন সাবার বাবা। শুধু তাই নয়, সাবাকে ঘর থেকে বের হতেও নিষেধ করা হয়েছিল।

এরপর গত বুধবার সাবা তার বাড়িতে একা ছিলেন। এ সময় সুযোগ পেয়ে বাড়ি থেকে পালিয়ে অঙ্কুরের কাছে আসেন সাবা। ঠিক তার পরের দিনই দুজনে মণিনাথ এলাকায় অবস্থিত অগস্ত্য মুনি আশ্রমে পৌঁছন। সেখানে মন্দিরে শুদ্ধিকরণের পর পুরোহিত সাবার নাম পরিবর্তন করে সোনি নামকরণ করেন। এরপর হিন্দু রীতিতে দুজনের বিয়ে হয়।

gujrat marriage

এই বিয়ে প্রসঙ্গে সাবা বি ওরফে সোনি বলেন, তিনি নিজ ইচ্ছায় বিয়ে করেছেন। এই জন্য হলফনামাতেও তিনি নিজের নাম সোনি দেবল লিখেছেন। শুধু তাই নয়, কালেক্টর অফিসে আবেদন করে বিয়ে সংক্রান্ত তথ্যও দিয়েছেন তিনি। সাবা জানিয়েছেন যে তিনি হিন্দু ধর্মকে খুব পছন্দ করেন। সোনির কথায়, “হিন্দু ধর্মে তিন তালাক নেই।” সারা জীবন হিন্দু থাকার কথাও উল্লেখ করেছেন সোনি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর