ফিক্সড ডিপোজিটে বাম্পার সুদ দিচ্ছে এই তিন সরকারি ব্যাঙ্ক, প্রবীণদের জন্যও রয়েছে দারুণ অফার

বাংলাহান্ট ডেস্ক : দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি তাদের স্থায়ী আমানতের (Fixed Deposit) সুদের হার ক্রমাগত বাড়িয়ে চলেছে। অনেক সরকারি ব্যাংকও স্থায়ী আমানতে সাত শতাংশের বেশি সুদ প্রদান করছে। কানারা ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ব্যাঙ্ক অফ বরোদা (BOB) ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সাথে প্রতিযোগিতা করার জন্য স্থায়ী আমানতের বিভিন্ন সময়কাল অনুযায়ী সুদের হার বৃদ্ধি করছে। রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়ানোর পর, সরকারি ব্যাঙ্কগুলিও তাদের স্থায়ী আমানতের সুদের হার ক্রমাগত বাড়িয়ে চলেছে।

FD-তে কানারা ব্যাঙ্কের সুদের হার:

কানারা ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে বার্ষিক 3.25 শতাংশ থেকে 7 শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে। 7 থেকে 45 দিনের স্থায়ী আমানতে কানারা ব্যাঙ্ক 3.25 শতাংশ হারে সুদ দিচ্ছে। একই সঙ্গে 46 দিন থেকে 90 দিন এবং 91 থেকে 179 দিনের জমার উপর 4.50 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। কানারা ব্যাঙ্কের ক্ষেত্রে 180 থেকে 269 দিন এবং 270 দিন থেকে এক বছরের কম সময়ের জন্য সুদের হার 5.50 শতাংশ। এর পাশাপাশি, ব্যাঙ্ক এক বছরের মেয়াদে এফডিতে 6.75 শতাংশ রিটার্ন দিচ্ছে। এক বছরের বেশি থেকে দুই বছরের কম সময়ের জন্য, কানারা ব্যাঙ্ক প্রতি বছর 6.80 শতাংশ হারে সুদ দিচ্ছে। এই সরকারি ব্যাংকটি 666 দিনের মেয়াদে আমানতের উপর সর্বোচ্চ 7 শতাংশ হারে সুদ দিচ্ছে। কানারা ব্যাঙ্কে দুই বছরের বেশি এবং 3 বছরের কম সময়ের জন্য এফডি করলে সুদের হার 6.80 শতাংশ। কানারা ব্যাঙ্ক 5 বছর বা তার বেশি সময়ের জন্য ট্যাক্স সেভিং এফডি-তে 6.50 শতাংশ হারে সুদ দিচ্ছে। এই সমস্ত সুদের হার 2 কোটি টাকার কম আমানতের উপর প্রযোজ্য এবং 19 ডিসেম্বর, 2022 থেকে কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) FD রেট :

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 1 জানুয়ারী, 2023 থেকে স্থায়ী আমানতের সুদের হার পরিবর্তন করেছে। ব্যাংকটি 7 থেকে 45 দিনের মধ্যে স্থায়ী আমানতের উপর 3.50 শতাংশ হারে সুদ প্রদান অব্যাহত রেখেছে। ব্যাঙ্ক 46 থেকে 179 দিনের মধ্যে ম্যাচিওর হওয়া FD-এর উপর 4.50 শতাংশ সুদ দিচ্ছে। এর পাশাপাশি, PNB 180 দিন থেকে এক বছরের কম সময়ের মধ্যের FD-তে সুদের হার 5.50 শতাংশ। ব্যাঙ্ক 1 বছরের FD-এর সুদের হার 45 বেসিস পয়েন্ট বাড়িয়ে 665 দিনে করেছে। এতে সুদের হার 6.30 থেকে বেড়ে 6.75 হয়েছে। একইভাবে, PNB 2 বছর এবং 2 বছরের বেশি এবং 3 বছর পর্যন্ত FD তে সুদের হার 6.75 শতাংশ করেছে। এর আগে, 667 দিন থেকে 2 বছরের মেয়াদে PNB FD-এর সুদের হার ছিল 6.30 শতাংশ। PNB 666 দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ মানুষকে 7.25 শতাংশ হারে বার্ষিক রিটার্ন দিচ্ছে। PNB প্রবীণ নাগরিকদের FD- এর উপর অতিরিক্ত 0.50 শতাংশ সুদ দিচ্ছে।

Fixed Deposit

ব্যাঙ্ক অফ বরোদা (BoB) FD সুদের হার:

ব্যাঙ্ক অফ বরোদা ‘বরোদা ট্রাইকলার প্লাস’ ডিপোজিট স্কিমের অধীনে 399 দিনের জন্য স্থায়ী আমানতের উপর 7.05 শতাংশ রিটার্ন অফার করছে। ব্যাঙ্ক অফ বরোদা ফিক্সড ডিপোজিটে 3 শতাংশ থেকে 6.75 শতাংশ হারে সুদ দিচ্ছে। অন্য যেকোনো ব্যাঙ্কের মতো, ব্যাঙ্ক অফ বরোদাও প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতের উপর অতিরিক্ত 50 বেসিস পয়েন্ট সুদ দেয়। ব্যাঙ্ক অফ বরোদা পাঁচ বছর বা তার বেশি সময়ের সঞ্চয় আমানতের উপর 6.25 শতাংশ হারে সুদ দিচ্ছে। এই হারগুলি 2 কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে প্রযোজ্য৷

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর