হিলি সীমান্তে ভারত ও বাংলাদেশ একযোগে পালন করলো মাতৃভাষা দিবস

আজ আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস। যেই দিনটার জন্য হয়তো প্রত্যেকেই আমরা অপেক্ষা করে থাকি।যদিও এখনো ভারতে বিদেশি ভাষার রাজত্ব চলছে। সম্প্রতি দিন প্রতিদিন নিজের ভাসার প্রতি সচেতনতা বাড়ছে।  আর এই দিনটা আমাদের কাছে যে কতটা আবেগের তা নতুন করে বলার নয়।

নিজেদের ভাষা বলার ক্ষেত্রে যে কতটা আনন্দ আর সুখ মেলে সেই নিয়ে কনো সন্দেহ প্রকাশ করার নেই । আর এই উপলক্ষে  দক্ষিণ দিনাজপুরে আন্তর্জাতিক হিলি সীমান্তের জিরো পয়েন্টে দুই বাংলা  মিলিয়ে হয়ে গেলো ভাষা দিবস পালন। এদিকে পশ্চিমবঙ্গ এবং ওপারের বাংলাদেশ।

   

সেই নিয়েও অনেকের মনেই একটা গভীর শোক প্রকাশ করেছেন। আর এইদিন আবার স্লোগান দেওয়া হয়।  স্লোগান বলা হয় –‘এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষার মেল বন্ধনে হই একাকার’।  ‘উত্তরের রোববার’-এর কবি বিশ্বনাথ লাহা,উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাশ, কবি ও গল্পকার গগন ঘোষ, দীপক ঘোষ, অমূল্যরতন বিশ্বাস, নবকুমার দাস, সমাজসেবী বিনয় আগরওয়াল, প্রমুখ প্রতিনিধিত্ব করেন এপার বাংলার এই উৎসব। শুক্রবার সকাল ন’টায় এই অনুষ্ঠান শুরু হয়। আর এই দিন দুই দেশের প্রতিনিধিরা যৌথ ভাবে অস্থায়ী শহিদ মিনারে ফুল ও মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

সম্পর্কিত খবর