ইন্টারনেট কোনও অধিকার নয়, তাতে সুবিধা: ফারুখ খান, জি সি মুর্মুর উপদেষ্টা

বাংলা হান্ট ডেস্ক : অগস্ট মাস থেকে কেন্দ্রীয় সরকারের জম্মু কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহার করে নেওয়ার পরে প্রায় চার মাস ধরে এই অচল অবস্থা অব্যাহত। তার ওপরে আবার 31 অক্টোবর থেকে জম্মু এবং কাশ্মীর দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চলে স্বীকৃতি পেয়েছে, করা যায় আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর পর দুই কেন্দ্রশাসিত অঞ্চলের বিভক্তিকরণ নিয়ে উপত্যকা বারবার উত্তপ্ত হয়েছে। চারিদিকে হিংসা বিদ্বেষমূলক কাজকর্ম উসকানোর চেষ্টা করছে অনেকেই একই সঙ্গে অশান্তি মূলক কাজকর্ম চলেছেন কেউ কেউ।

বারবার স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও হিংসাত্মক কাজকর্ম করা পুরোপুরি বন্ধ করছে না। তাই এরই মধ্যে জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়েবলতে গিয়ে হিংসাত্মক কাজকর্ম পুরোপুরি বন্ধ না হওয়া পরে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করার পরামর্শ দিলেন উপরাজ্যপাল জি সি মুর্মুর উপদেষ্টা ফারুক খান।

যেহেতু 5 অগস্ট টাই থেকেই উপত্যকায় ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, ল্যান্ডমাইন পরিষেবা চালু হলেও ইন্টারনেট কিন্তু এখনও অবধি পুরোপুরি ভাবে চালু হয়নি। তাই ইন্টারনেটের কারণে উপত্যকাবাসীর বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে কিন্তু ফারুক খান ইন্টারনেটকে অধিকার নয় সুযোগ সুবিধা বললেন। তাই কোনও রকম অশান্তি মূলক কাজকর্ম ছড়ানো হচ্ছে এমনটা ধারণা হলো এবং প্রয়োজন হলে অবশ্যই ইন্টারনেট বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন ফারুক।

   

পাশাপাশি তিনি আরও বলেন কাশ্মীরি ইন্টারনেটের অপব্যবহার হচ্ছিল, একই সঙ্গে এসএমএস পরিষেবার অপব্যবহার হচ্ছিল, কয়েকটি গোষ্ঠী এই সমস্যা তৈরি করার চেষ্টা করছিল। কাশ্মীরের অশান্তি মূলক কার্যকলাপ প্রসঙ্গে বলতে গিয়ে ফারুক এখনও সব বিপদ কেটে যায়নি বলে জানান। তাই অনেককে ভুল খবরের জন্য গ্রেফতার করা হয়েছে।

সম্পর্কিত খবর