লকডাউনের প্রভাবে লোকজনের বৃদ্ধি পাচ্ছে নেশার চাহিদা, ৫০% বৃদ্ধি পেল গাঁজার বিক্রি ও চাহিদা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান ১৮২ টি দেশে পাঁচ লক্ষেরও বেশি করোনা ভাইরাস সংক্রমণ রেকর্ড হয়েছে। পৃথিবীর বহু দেশে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী বাড়ছে কালোবাজারি ও মজুত করে রাখার প্রবণতা। এই পরিস্থিতিতে পশ্চিমী দেশগুলোতে গাজা মজুত করার এতটাই হিড়িক পড়ে গেছে যে বিশ্বব্যাপী গাঁজার চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

রয়টার্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইউরোপের বিভিন্ন দেশে, কানাডা ও আমেরিকায় গাঁজার বিক্রি আর চাহিদা প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। গতবছরের তথ্য অনুযায়ী, শুধু আমেরিকাতেই ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত মধ্যে গাঁজার বিক্রি এক লাফে প্রায় ৫০ শতাংশ বেড়ে গিয়েছে।
পাশাপাশি গত দু’সপ্তাহে কানাডায় অনলাইনে গাঁজা বিক্রি প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে।

 

ওষুধ, খাবারের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস লকডাউন এর পরিস্থিতিতে মজুত করার পাশাপাশি ইউরোপের বহু দেশে কাজের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
আমস্টার্ডাম শহরের বেশি কিছু কফি শপের বাইরে গাঁজা ভরা সিগারেট কেনার জন্য মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।

প্রসঙ্গত আমাদের দেশে গাঁজা সেবন নিষিদ্ধ হলেও ইউরোপ ও আমেরিকার বহু দেশে গাঁজা সেবন নিষিদ্ধ নয়। সেসব দেশে সিগারেটের মতোই সহজলভ্য গাজা।

সম্পর্কিত খবর