সুকন্যা সমৃদ্ধি যোজনা নাকি SIP? কোথায় বিনিয়োগ করলে বেশি সুরক্ষিত হবে আপনার কন্যার ভবিষ্যৎ?

বাংলাহান্ট ডেস্ক : কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার কয়েক বছর আগে নিয়ে আসে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। দীর্ঘমেয়াদী এই প্রকল্পে ১৯৬১-র আয়কর আইনের ৮০সি ধারার আওতায় থাকে কর ছাড়ের সুবিধা। বাবা-মায়েরা নিজেদের কন্যা সন্তানের নামে খুলতে পারেন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট।

বিনিয়োগের (Investment) আগেই দেখুন

তবে সুকন্যা সমৃদ্ধি যোজনা নাকি এসআইপি- কোথায় বিনিয়োগ (Investment) করাটা বেশি লাভদায়ক? সেই বিষয়েই জানব আজ। সুকন্যা সমৃদ্ধি যোজনা নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে গ্রাহককে। তবে এসআইপি শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত। এখানে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তবে এসআইপিতে (SIP) রিটার্ন পাওয়া যায় অনেকটাই বেশি।

আরোও পড়ুন : কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত আদিবাসীরা! এবার আওয়াজ তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

সুকন্যা সমৃদ্ধি যোজনায় বাৎসরিক সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এই প্রকল্পে ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে হয়। ২১ বছরে মেলে রিটার্ন। ১৫ বছর পর্যন্ত মাসিক ১২৫০০ টাকা বিনিয়োগ করলে রিটার্নে মেলে ৬৯৩২৬৪৮ টাকা। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে (এসআইপি) মেলে বাজারহারে রিটার্ন।

উচ্চ রিটার্ন মিললেও এতে থাকে ঝুঁকির সম্ভাবনা।যেসব বিনিয়োগকারীরা রিস্ক অ্যাপেটাইট বেশি সহ গ্রোথ চাইছেন তারা বেছে নিতে পারেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তবে যারা বাজার ঝুঁকির দিকে না গিয়ে নিশ্চিত রিটার্ন চান, তারা বিনিয়োগের (Investment) জন্য বেছে নিতে পারেন সুকন্যা সমৃদ্ধি যোজনাকে।

Investment

 

সুকন্যা সমৃদ্ধি যোজনার কিছু বিশেষ বৈশিষ্ট্য : এই স্কিমে মেলে নিশ্চিত রিটার্ন। তারসাথে মেলে ১৯৬১-র আয়কর আইনের ৮০সি ধারার আওতায় আয়কর ছাড়। সুকন্যা সমৃদ্ধি যোজনায় থাকে সরকারের নিরাপত্তা। তাই এই প্রকল্পে বিনিয়োগ করা নিরাপদ।

259420 image 1200x900 2023 09 06t010643412

সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের কিছু বিশেষ বৈশিষ্ট্য : সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শেয়ার বাজার সম্পর্কিত। তাই এতে থাকে ঝুঁকির সম্ভাবনা। ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা এটির অন্যতম বৈশিষ্ট্য। নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে বিনিয়োগ করতে হয় SIP-তে। টার্গেট অনুযায়ী রিটার্ন আসলে SIP থেকে টাকা তুলে নিতে পারেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর