প্রধানমন্ত্রী মোদীর কাছে এল আইওসি কর্তার চিঠি “আপনার প্রতি আমরা কৃতজ্ঞ”

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাস (corona virus) নিয়ে বিশ্ব তোলপাড়।  বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়াতে শুরু করার পরও নাছোড়বান্দা ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। করোনা প্যানডেমিক ঘোষণা হয় বহু দেশে। তখনও আইওসি জানায়, অলিম্পিক (Olympics)  নির্ধারিত সময়েই শুরু হবে। এমনকী, অলিম্পিক মশালও প্রজ্জ্বলন করা হয়। কিন্তু যত দিন গড়ায়, পরিস্থিতি বেগতিক হতে থাকে। সারা বিশ্বে একের পর এক দেশে লকডাউন হয়ে যায়। চিনের পর ইতালি, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনে আগুনের মতো ছড়াতে শুরু করে করোনা। বহু মানুষ মারা যান। আইওসি বুঝতে পারে, মানুষ বাঁচলে তবেই খেলা! এমন পরিস্থিতিতে কোন দেশে অলিম্পিকে অংশ নেবে! ফলে আপাতত তারা সিদ্ধান্ত নেয়, এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হবে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ (Greatest show on the earth) ।

coronavirus west bengal first 0

আইওসি-র কাছে এখন বড় চ্যালেঞ্জ, আগামী বছর সুষ্ঠুভাবে অলিম্পিক আয়োজন করা! সেই লড়াইয়ে পাশে থেকে বিশ্বের বৃহৎ ক্রীড়াযজ্ঞকে সুষ্টভাবে আয়োজনে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ভারত। আর তাই এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ধন্যবাদ জ্ঞাপন করলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ। কৃতজ্ঞতা জানিয়ে নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।

modi 1 5

এপ্রিলের এক তারিখ পাঠানো সেই চিঠিতে বাখ লিখেছেন, “যেভাবে টোকিও  অলিম্পিকের পাশে দাঁড়িয়েছে ভারত, তার জন্য আপনার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। কোভিড—19 ভাইরাসের বিরুদ্ধে  লড়াইয়ের জন্য জি—20 নেতৃত্বের শীর্ষ বৈঠকে আপনি আইওসি-র ভূমিকার কথা উল্লেখ করেছেন। করোনা গোটা বিশ্বে যখন তাণ্ডব চালাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছিল একের পর এক আন্তর্জাতিক সব খেলাধুলা, তখন আইওসি নির্ধারিত সময়ে অলিম্পিক আয়োজনের সিদ্ধান্তে অটল ছিল। কিন্তু করোনার জন্য গোটা বিশ্বে লকডাউন শুরু হওয়ায় আইওসি অলিম্পিক এক বছর পিছিয়ে দিতে বাধ্য হয়। সামনের বছর এই ইভেন্ট আয়োজন করা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।

 

সম্পর্কিত খবর