করোনা ভাইরাসের জেরে পিছিয়ে গেল আইপিএল ২০২০, মন খারাপ ক্রিকেটপ্রেমীদের।

করোনা ভাইরাস বড়সড় প্রভাব ফেলল আইপিএলে। করোনা ভাইরাসের জেরে পিছিয়ে গেল এবারের আইপিএল। এবারের আইপিএল আপাতত স্থগিত রাখা হচ্ছে 15 ই এপ্রিল পর্যন্ত। তারপর বল গড়াতে চলেছে আইপিএলে তবুও সেটা দর্শকহীন গ্যালারিতেই হওয়ার সম্ভাবনা বেশি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা শুক্রবারই টুর্নামেন্ট স্থগিত রাখার বিষয়টি জানিয়ে দিয়েছেন আইপিএল ফ্রাঞ্চাইজি গুলিকে। শনিবার এই ব্যাপারে বিশদে বৈঠক হবে বোর্ডের কর্তা এবং ফ্রাঞ্চাইজি গুলির মধ্যে। শনিবারের বৈঠকেই সরকারি ভাবে জানিয়ে দেওয়া হবে এবারের আইপিএলের ব্যাপারে বিস্তারিত, পরবর্তী সূচীও জানানো হতে পারে এইদিন।

7808255d1685588042fcdec36b06c9bf08167bb

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, আইপিএলের সাথে যুক্ত সবাই যাতে সুস্থ থাকেন সেই দিকে নজর রাখছে বিসিসিআই। আর সেই কারণেই করোনা ভাইরাস যাতে কোনো ভাবেই ক্রিকেটারদের জীবনে প্রভাব ফেলতে না পারে সেই কথা চিন্তা ভাবনা করেই আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ভারত সরকার আগামী 15 তারিখ পর্যন্ত বিদেশীদের ভিসার উপর স্থগিতাদেশ জারি করেছে সেই জন্য বিদেশী ক্রিকেটাররা এই মুহূর্তে ভারতে আসতে পারছেন না এটাও আইপিএল পিছিয়ে দেওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে আসছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর