গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত ক্যাচ দেখে অবাক ক্রিকেটপ্রেমীরা! মুহূর্তের মধ্যেই ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃহস্পতিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটি বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার মধ্যেও কাল মাঠে তার একটি কীর্তি নিয়ে সকলের মুখে মুখে আলোচনা চলছে। কাল যেন এক মুহূর্তের জন্য তিনি ‘সুপারম্যান’ হয়ে ওঠেছিলেন এবং বাতাসে উড়ে গিয়ে একটি অবিশ্বাস্য ক্যাচ ধরেন। সোশ্যাল মিডিয়ায় এই ক্যাচের প্রশংসায় মত্ত নেটিজেনরা।

গ্লেন ম্যাক্সওয়েল এই মুহূর্তে জাদেজা, মিলারদের পাশাপাশি বিশ্বসেরা ফিল্ডারদের মধ্যে একজন। বৃহস্পতিবার, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই কথার হাতেকলমে প্রমাণ দিয়ে দিলেন তিনি। আইপিএল ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের ফিল্ডিং দেখে মুগ্ধ সকলে। এই ম্যাচে গুজরাট টাইটান্সের ইন-ফর্ম ব্যাটার শুভমান গিলের দুর্দান্ত ক্যাচ ধরে গুজরাটকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন তিনি। মাত্র ১ রানে আউট হন তিনি।

ব্যাট করতে নেমে শুরু থেকেই সেই পুরোনো ছন্দে দেখা গিয়েছে আজ বিরাট কোহলিকে। তাকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন আরসিবি অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস। প্রথম দুই ওভার সময় নিয়ে শামির দ্বিতীয় এবং তাদের ইনিংসের তৃতীয় ওভারে দুটি চার মারেন কোহলি। আজ তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল পুরোনো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। ৩৩ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন বিরাট। কোহলি ও দু প্লেসিসের মধ্যে ৮৭ বলে ১১৫ রানের পার্টনারশিপ হয়। তারপর রশিদ খানের বলে হার্দিক পান্ডিয়ার শততম ক্যাচ রূপে ৩৮ বলে ৪৪ রান করে আউট হন দু প্লেসিস।

এরপর কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল মিলে রান রেটের উন্নতির দিকে নজর দেন। কোহলি ৫৪ বলে ৭৩ রান করে রশিদের বলে স্টাম্পড হলেও অসুবিধা হয়নি আরসিবির। ম্যাক্সওয়েলের ১৮ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় তারা। কিন্তু তারপরেও রানরেটকে ইতিবাচক জায়গায় আনতে পারেননি কোহলিরা। তাদের ভাগ্য নির্ভর করছে দিল্লি বনাম মুম্বাইয়ের শনিবারের ম্যাচের ওপর।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর