সিএসকে ক্যাম্পে যোগ মঈন আলির, তাকে এভাবে স্বাগত জানালেন ধোনি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার মঈন আলী তার নিয়মিত কোয়ারেন্টাইন শেষ করে দলে যোগ দিয়েছেন। ইংল্যান্ডের অলরাউন্ডার ভিসা সংক্রান্ত সমস্যার কারণে দেরিতে ভারতে পৌঁছেছিলেন যার কারণে মঈন কেকেআরের বিরুদ্ধে সিএসকে-এর প্লেয়িং একাদশের অংশ ছিলেন না। নিয়ম অনুযায়ী, দলে যোগ দেওয়ার আগে প্রত্যেক খেলোয়াড়কে তিনদিন টানা কোয়ারেন্টাইনের মধ্য দিয়ে যেতে হবে। চেন্নাইয়ে যোগ দেওয়ার পরে, মইন সমস্ত সতীর্থদের সাথে দেখা করেছিলেন, সেই সময় ধোনিও সেখানে উপস্থিত ছিলেন।

ইংল্যান্ডের এই খেলোয়াড়ের ভ্রমণের কাগজপত্র পরিষ্কার না থাকার কারণে তার ভিসা পাওয়ায় সমস্যা ছিল। ভিসা পেতে দেরি হওয়ায় মঈন আলি অনেক পরে টিম হোটেলে এসে সতীর্থদের সাথে যোগ দিয়েছেন এবং আইপিএল কোয়ারেন্টাইন নিয়ম অনুযায়ী মঈন আলিকে অন্তত তিন দিন আইসোলেশনে থাকতে হবে, এরপর তিনি দলে যোগ দিতে পারবেন। ২৪ মার্চ টিম হোটেলে পৌঁছেছিলেন মইন।

MS Dhoni,Moin Ali,CSK,TATA IPL 2022

কেকেআরের বিরুদ্ধে ম্যাচে চেন্নাই সুপার কিংসের উভয় বিভাগেই মঈন আলীর অভাব ছিল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩১ রান তুলতে পারে দলটি। এই সময়ে, মহেন্দ্র সিং ধোনিই একমাত্র খেলোয়াড় যিনি প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন। বোলিংয়েও কেউই বিশেষ কিছু করে পারেননি। ৬ উইকেট হাতে রেখে সহজেই লক্ষ্য অর্জন করে কেকেআর।

মঈন আলি আইপিএল ২০২১-এ চেন্নাই সুপার কিংস দলের রিটেন করে রাখা ক্রিকেটারদের মধ্যে একজন। গত মরশুমে দলের হয়ে 357 রান করার পাশাপাশি ৬ উইকেট নিয়েছিলেন তিনি। সিএসকে তাকে ৮ কোটি টাকায় ধরে রেখেছে। এছাড়াও চেন্নাই রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি এবং ঋতুরাজ গায়কোয়াডকে ধরে রেখেছে। প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং, অধিনায়কত্ব, সব বিভাগেই বাজে পারফরম্যান্স করেছেন জাদেজা। মঈনের দলে ফেরা তাকে কিছুটা স্বস্তি দেবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর