ধোনির চোখ রাঙানির ভয়ে পরিস্কার ওয়াইড বল দিতে গিয়েও দিলেন না নিলেন আম্পায়ার, দেখুন ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস (CSK) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। এই ম্যাচে ঘটে গেল এক অবাক করা কান্ড যা দেখে চক্ষু চড়কগাছ ক্রিকেটপ্রেমীদের। এই ম্যাচের একটি বল পরিষ্কার ওয়াইড হয়। আম্পায়ার সেই বলটিকে হাত তুলে ওয়াইড দিতে যাচ্ছিলেন এমন সময় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চোখ রাঙ্গানি দেখে আম্পায়ার হাত নামিয়ে দেন। আর এমন ঘটনা দেখে একেবারে হতবাক হয়ে গিয়েছেন বিপক্ষ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। আর এই ঘটনায় পরেই আইপিএলে আম্পায়ারিং নিয়ে সমালোচনা শুরু হয়।

মঙ্গলবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই ম্যাচে জয়ের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের শেষ ওভারে প্রয়োজন ছিল 27 রানের। গুরুত্বপূর্ণ 19 তম ওভারে বল করতে আসেন চেন্নাই এর অন্যতম সেরা বোলার শার্দুল ঠাকুর। তাঁর প্রথম বলে দু’রান তুলে নেন রাশিদ খান। দ্বিতীয় বলটি অফ স্টাম্পের অনেকটা বাইরে করেন শার্দুল ঠাকুর, স্বাভাবিক ভাবেই আম্পায়ার ওয়াইড দেন।

তারপরের বলটি ফের অফ স্টাম্পের অনেক বাইরে করেন শার্দুল ঠাকুর। আম্পায়ার সেই বলটিও হোয়াইড দেওয়ার জন্য হাতটা অনেকটা তুলে ফেলেছিলেন এমন সময় চেন্নাই সুপার কিংসের উইকেটকিপার তথা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এমন ভাবে আম্পায়ারের দিকে তাকান যা দেখে রীতিমতো প্রভাবিত হয়ে যান আম্পায়ার এবং শেষ পর্যন্ত ধোনির দিকে তাকিয়ে নিজের সিদ্ধান্ত বদল করেন ফিল্ড আম্পায়ার পল রাফায়েল।

https://twitter.com/Kourageous__/status/1316073486884966400?s=20

আম্পায়ারের এমন সিদ্ধান্তের পরেই ক্রিকেট মহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে একজন ক্রিকেটার দ্বারা প্রভাবিত হয়ে আম্পায়ারের নিজের সিদ্ধান্ত বদল করতে পারেন? ডাগ আউটে বসে থাকা হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার পর্যন্ত আম্পায়ারের এমন কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গিয়েছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর