ফের ম্যাচ গড়াপেটার কালো ছায়া আইপিএলে, তদন্তে নামলো BCCI

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মধ্যে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে আইপিএল। এই বছর আইপিএল দারুণ জমে উঠেছে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে। ইতিমধ্যে আইপিএলে হয়েছে বেশ কয়েকটি সেঞ্চুরি। এছাড়াও রান রেকর্ড তাড়া করে জয় তুলে নিয়েছে বেশ কয়েকটি দল। এই নিয়ে বেশ জমে উঠেছে মরুশহরে কোটিপতি লীগ।

এরই মধ্যে আইপিএলে দেখা দিল গড়াপেটার কালো ছায়া। এবার আইপিএলে খেলছেন এমন এক ক্রিকেটারের সঙ্গে ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত বুকিরা যোগাযোগ করেছিল এবং তাকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাদের সেই প্রস্তাবে বিন্দুমাত্র সাড়া না দিয়ে সেই ক্রিকেটার সঙ্গে সঙ্গে বিষয়টি জানিয়ে দেন বোর্ডের দুর্নীতি দমন শাখার কাছে। এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিংহ।

দুর্নীতি দমন প্রসঙ্গে অন্যবারের থেকেও এবার আরও অনেক বেশি কঠোর বিসিসিআই। কারণ আইপিএল শুরুর আগেই বিসিসিআই আঁচ করতে পেরেছিল যে এবার আইপিএলে বুকিরা বড়সড় ফাঁদ পাততে পারে। আর তাই বিসিসিআই এই বিষয়টি নিয়ে আরো অনেক বেশি কঠোর। এছাড়াও করোনা ভাইরাসের কারণে প্রত্যেক ক্রিকেটারকে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে। আর এই সুরক্ষা বলয়ের ভেতর প্রবেশ করে বুকিদের পক্ষে ক্রিকেটারদের সঙ্গে দেখা করা কার্যত অসম্ভব। সেই কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছিল এমনটাই জানিয়েছেন সেই ক্রিকেটার। যদিও তদন্তের স্বার্থে সেই ক্রিকেটারের নাম এবং তিনি কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন সেই সমস্ত কিছুই গোপন রাখা হয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর