দেখুন এবার আইপিএলের তিনটি শক্তিশালী দল, যারা IPL চ্যাম্পিয়ন হওয়ার তীব্র দাবিদার

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL)। প্রায় দু-বছর পর ভারতের মাটিতে বসতে চলেছে আইপিএল এর আসর। করানো ভাইরাসের জেরে গত বছর ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে করা হয়েছিল আইপিএল। তবে এই বছর যেহেতু করোনা ভ্যাকসিন চলে এসেছে ভারতে তাই এবার দেশের মাটিতেই আইপিএল হতে চলেছে। এবার আইপিএলে প্রায় প্রত্যেকটি দলই শক্তিশালী। একনজরে দেখে নেওয়া যাক এবার আইপিএলের তিনটি শক্তিশালী দল যারা আইপিএল জেতার তীব্র দাবিদার।

935837 mi rohit 2

মুম্বাই ইন্ডিয়ান্স: পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবারও বেশ শক্তিশালী দল। দলে রয়েছে রোহিত শর্মার মত তারকা যিনি অধিনায়ক হিসেবে আইপিএলে দারুণ সাফল্য অর্জন করেছেন। এছাড়াও দলে রয়েছে একাধিক তারকা। সূর্য কুমার যাদব, ইশান কিশান, কুইন্টন ডি ককের মত দুর্দান্ত টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান রয়েছে মুম্বাইয়ে। এছাড়াও হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড এর মত অলরাউন্ডার রয়েছে মুম্বাইয়ে। এদের উপস্থিতি মুম্বাই দলকে দারুন ব্যালেন্স করেছে। অপরদিকে বোলিং বিভাগে রয়েছে যাসস্প্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টের মত বিধ্বংসী বোলাররা।

RCB 768x519 1

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: এখনো পর্যন্ত একবারও আইপিএল ট্রফি না জিতলেও এই দল এবার আইপিএল জেতার অন্যতম দাবিদার। ব্যাঙ্গালুরুর প্রধান শক্তি হচ্ছে অধিনায়ক বিরাট কোহলি, যিনি যেকোনো সময় যেকোনো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। এছাড়া রয়েছে ডিভিলিয়ার্সের মতো তারকা ব্যাটসম্যান। অপরদিকে বোলিং বিভাগে রয়েছেন নবদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজের মত বোলার, যারা জাতীয় দলের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন।

Lockie Ferguson 640

কলকাতা নাইট রাইডার্স: এবার আইপিএল জেতার অন্যতম প্রধান দাবিদার কলকাতা নাইট রাইডার্স। গতবছর অধিনায়ক নিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও এই বছরের শুরু থেকেই কেকেআরের অধিনায়কত্ব সামলাবেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান যা বাড়তি অক্সিজেন জোগাবে কলকাতা নাইট রাইডার্সকে। এছাড়াও রয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন এর মত মারকুটে অলরাউন্ডার যারা অতীতে বহু ম্যাচের ভাগ্য বদলে দিয়েছেন। ব্যাটিং বিভাগে রয়েছে একাধিক বৈচিত্র। শুভমান গিল, নীতিশ রানা, দীনেশ কার্তিকের মত ব্যাটসম্যানরা মিডল অর্ডারে ভরসা জোগাবে। এছাড়াও বোলিং বিভাগে রয়েছে লকি ফার্গুসন, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণর মত বোলাররা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর