এই অজি তারকার পেছনে টাকার থলি নিয়ে দৌড়বে IPL-এর দলগুলি, জানালেন রবি অশ্বিন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং অর্থবান প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের এই প্রতিযোগিতা অত্যন্ত পছন্দের এবং এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতার স্তর অত্যন্ত উন্নত। ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের খেলোয়াড়দের বড় অংকের অর্থ প্রদান করে যার জন্য সারা বিশ্বের তারকাদের এই প্রতিযোগিতা আকর্ষণ করে। আইপিএলের যেকোনো একটি ফ্রাঞ্চাইজিতে খেলতে পারার সুযোগ পাওয়া মানে একজন ক্রিকেটারের জীবনে সেটি একটি বড় অর্জন।

গত কিছু সময় ধরে ক্যামেরুন গ্রিন অস্ট্রেলিয়ান ক্রিকেটে একজন দুর্দান্ত অলরাউন্ডার হিসাবে আবির্ভূত হয়েছে। কিছুদিন আগেই আয়োজিত অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। অস্ট্রেলিয়া সেই সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ফলে করেছিল এবং সেই প্রতিযোগিতায় গ্রিনের পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছিল।

২৩ বছর বয়সী অলরাউন্ডার এই সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন এবং বেশ কিছু উইকেটও পেয়েছিলেন। তার এই পারফরম্যান্সের পর আসন্ন আইপিএল মরশুমে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন ভারতের তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেছেন যে ফ্র্যাঞ্চাইজিগুলি এই দুর্দান্ত অলরাউন্ডারকে কিনতে অর্থের ঝুলি নিয়ে প্রতিযোগিতায় নামতে পারে।

একজন লম্বা ফাস্ট বোলারও। অশ্বিন তার ইউটিউব চ্যানেলে বলেছেন, “ওর শেষদিকে নেমে বড় শট খেলার ক্ষমতা রয়েছে। স্পিনারদের বিরুদ্ধেও গ্রিন স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। তিনি পিচ থেকে অতিরিক্ত বাউন্স আদায় করতে পারেন বোলিংয়ের সময়। আইপিএলের কিছু দল তাকে পাওয়ার প্লে-তে ব্যবহার করার কথা ভাবতে পারে। আমি নিশ্চিত যে এই বছরের নিলামে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার চেষ্টা করবে।”

মজার ব্যাপার হলো যে ক্যামেরুন গ্রিন ভারতীয় দলের বিরুদ্ধেই নিজের ওডিআই এবং টেস্ট অভিষেক করেছিলেন। ২০২০-২১ মরশুমে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে তিনি বেশ কিছু ভালো ইনিংস খেলেছিলেন। বর্তমানে তার নামের পাশে ১৪টি টেস্ট ম্যাচ এবং ১২টি ওয়ান ডে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং দেশের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর