IPL জিতে পাওয়া যায় বিশ্বকাপ জয়ের প্রায় দ্বিগুন অঙ্কের টাকা! জানুন বিস্তারিত…

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে আর মাত্র তিনটে দিন। তারপরেই আরম্ভ হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬ তম সংস্করণ। এবারের আইপিএলটি অত্যন্ত বিশেষ হতে চলেছে সমর্থকদের কাছে। কারণ তিন বছরের করোনা আতঙ্ক কাটিয়ে স্টেডিয়ামে ম্যাচ খেলতে নামবে দলগুলি। ভক্তরা অত্যন্ত আগ্রহী হয়ে আছেন আবার নিজেদের দলকে নিজেদের মাঠে নিজেদের ভক্তদের সামনে ভালো পারফরম্যান্স করতে দেখবেন এমন আশায়।

আইপিএল এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। অন্যান্য দেশে আয়োজিত টি-টোয়েন্টি লিগগুলি ধারে ভারে আইপিএলের চেয়ে অনেক পিছিয়ে। গুনগত মান এবং দর্শক সংখ্যা, দুই দিক দিয়েই পৃথিবীর যে কোনও ক্রিকেট লিগকে ৫ গোল দেবে ভারতের এই মিলিয়ন ডলার লিগ। এই ব্যাপারে একমত গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাই।

এইজন্যই এখানে বহু তারকা ক্রিকেটের সুযোগ পান না। আইপিএলের জন্য যোগ্যতা অর্জন করতে গেলে টি-টোয়েন্টি নিজেকে অপরিহার্য বলে প্রমাণ করতে হয়। কারণ এই লিগে টাকার অঙ্কের পরিমাণও অত্যন্ত বেশি। অন্যান্য টি-টোয়েন্টি লিগ খেলে কোন ক্রিকেটার যত টাকা রোজগার করতে পারেন তার দ্বিগুণ বা তিনগুণ টাকা আইপিএল খেলে কামাতে পারেন সেই ক্রিকেটার।

একটা ছোট্ট পরিসংখ্যান দিলেই গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটি গতবছর অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হয়েছিল, সেই টুর্নামেন্ট জয়ের পর বিশ্ব বিধাতা ইংল্যান্ড পেয়েছিল ভারতীয় মুদ্রায় ১৩ কোটি ২ লক্ষ টাকা। কিন্তু আসন্ন মরশুমে যে দল আইপিএল জিতবে সেই দল পাবে ২০ কোটি টাকা। বিশ্বের সব কটি জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং তাদের বিজয়ীর প্রাইস মানির বিস্তারিত নিম্নলিখিত অংশে উল্লেখ করা হলো:

● ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)- ২০ কোটি টাকা
● টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 WC)- ১৩.০২ কোটি টাকা
● ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL)- ৮.১৪ কোটি টাকা
● বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)- ৬.৯২ কোটি টাকা
● ওমেন্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (WPL)- ৬ কোটি টাকা
● বিগ ব্যাশ লিগ (BBL)- ৩.৬৬ কোটি টাকা
● পাকিস্তান সুপার লিগ (PSL)- ৩.৪০ কোটি টাকা

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর