ফল ভুগতে হবে আমেরিকাকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বললেন ইরানের প্রেসিডেন্ট

বাংলা হান্ট ডেস্ক : শুক্রবার সকালে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে  রকেট হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন। সেই সময় ইরান থেকে কোনও এক প্রভাবশালী নেতার সেখানে আসার কথা ছিল, আর সেই সুযোগে মার্কিন সেনাদের রকেট হামলায় নিহত হন ইরানের সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক কাসেম সালে মানি। এর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কথা টুইটারে স্বীকার করে নেন যদিও তার পর থেকে ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও খারাপ হতে শুরু করেছে।

তবে আমেরিকা ও ইরানের সম্পর্কের টানাপড়েনের জেরে প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের ওপর কারণ যেভাবে ইরান খেপে উঠেছে তাতে এক দিকে তো আমেরিকাকে ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তাই তো শুক্রবার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট তৃতীয় বিশ্বযুদ্ধ হ্যাশট্যাগ দিয়ে একটি টুইটারে পোস্ট করেন, ব্যাস তারপর থেকে বিশ্ব জুড়ে বিশ্বযুদ্ধের ভয়াবহ আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে সেনাপ্রধানের হত্যার ঘটনার পর তেহরানের তরফ থেকে রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এমনিতেই আইএসআইএস এর বিরুদ্ধে লড়াই করতে এবং লেবানন সিরিয়া ইরাকের মতো দেশগুলিতে প্রভাব বিস্তার করেছিল শোলেমানেই তাই তো ইরানের কাছে তাঁর গুরুত্ব অনেক। এমনিতেই  তাঁর মৃত্যুর জেরে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

তাই তো ক্ষুব্ধ হয়ে যেভাবে ইরানের প্রেসিডেন্ট হুমকি দিয়েছে তাতেই তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় যেন কিছুতেই দেশবাসীর মন থেকে দূর হচ্ছে না। প্রসঙ্গত শুক্রবার ভোর রাতে আচমকাই ইরাকের বাগদাদ বিমানবন্দরে পার্টি রকেট হামলা চালানো হয়। আর সেখানেই সেনাপ্রধান কাসেম সোলেমান সহ আধা সেনার পদস্থ অফিসার এবং বিমানবন্দরের অফিসারের মৃত্যু হয়।

 

 

সম্পর্কিত খবর