বাংলা হান্ট ডেস্ক: ইরান ও আমেরিকার মধ্যে ক্রমশ তৈরি হচ্ছে যুদ্ধের পরিস্থিতি। বৃহস্পতিবার ইরানের রিভলিউশনারি গার্ড একটি মার্কিন ‘গুপ্তচর’ ড্রোন গুলি করে নামিয়েছে।
ইরানের রিভলিউশনারি গার্ড একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন ইরানের আকাশ সীমা লঙ্ঘন করে হরমোজগান প্রদেশে কুহমোবারক এলাকায় ঢুকে পড়ে আমেরিকার একটি গ্লোবাল হক ড্রোন।তাই বায়ুসেনা নিরাপত্তা নিশ্চিত করতেই সেটিকে গুলি করে মাটিতে নামায়।
ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হুসেন সালামি বলেন,’ড্রোনটি কে ধ্বংস করে আমরা আমেরিকাকে সাফ বার্তা দিয়েছি। তারা যেন আমাদের সীমানা থাকে দূরে থাকে, আমরা কখনই যুদ্ধ চাই না। তবে কেউ হামলা করলে তার যোগ্য জবাব সময় মত দিতে প্রস্তুত সেনা।’
মার্কিন প্রশাসনের তরফে দুই অফিসার দাবি করেছেন ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল। সেটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করেনি।
উল্লেখ্য, কিছুদিন আগে মার্কিন জাহাজ এর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা এবং ইরানের সম্পর্ক চরম জায়গায় গিয়েছিল। এই ঘটনায় আরো চরমে উঠলো পরিস্থিতি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের ড্রোনটি ধ্বংস করে বিরাট ভুল করেছে ইরান।’ মার্কিন সূত্রে খবর আমেরিকা তাদের সেনা শক্তি অনেকটাই বাড়িয়েছে।