শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে বিশ্বকে চমকে দিল দুর্বল আয়ারল্যান্ড

বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেটের ইতিহাসে ঘটে গেল এক বড় অঘটন। অঘটন ঘটালো আয়ারল্যান্ড। দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের কাছে 43 রানে ওয়ানডে ম্যাচে হেরে গেল শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 ফলাফলে এগিয়ে গেল আয়ারল্যান্ড।

নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল আয়ারল্যান্ড। এই সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 43 রানে হারিয়ে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিল আয়ারল্যান্ড।

এই ম্যাচে টসে জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 290 রান তোলে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে 247 রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। 43 রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল আয়ারল্যান্ড।

দক্ষিণ আফ্রিকা দলে কাগিসো রাবাডা, এনরিক নোখিয়ার মত ভয়ঙ্কর বোলার থাকার সত্ত্বেও দুর্দান্ত ইনিংস খেলেন আইরিশ অধিনায়ক ব্যালবার্নি। 117 বলে 10 টি চার এবং দুটি ছক্কার সুবাদে 102 রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর