সৌরভ গাঙ্গুলির দেরি করে টস করতে যাওয়ার রহস্য ফাঁস করলেন ইরফান পাঠান।

ইডেন গার্ডেন্সে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের সময় অজি অধিনায়ক স্টিভ ওয়াকে টস করতে এসে দাঁড় করিয়ে রেখেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সম্প্রতি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনও একই অভিযোগ করেছেন সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে। তিনিও অভিযোগ করেছেন যে, তাকেও বেশ কয়েকবার টস করতে এসে দাঁড়িয়ে থাকতে হয়েছে সৌরভ গাঙ্গুলীর জন্য।

অনেকেই মনে করেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ দলকে মাঠে বল গড়ানোর আগেই কার্যত কিছুটা ব্যাকফুটে রাখার জন্যই সৌরভ গাঙ্গুলী এহেন আচরণ করতেন। প্রাপ্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে দীর্ঘদিন খেলেছেন। সেই কারনে সৌরভ গাঙ্গুলিকে খুব কাছ থেকে দেখেছেন ইরফান পাঠান। পাঠান বলেন টস করতে যাওয়ার সময় হলে একবার ঘড়ির দিকে দেখে নিতেন দাদা। দলের ম্যানেজার এসে দাদাকে মনে করিয়ে দিতেন টস করতে যাওয়ার সময় হয়ে গিয়েছে। দলের অন্যান্য সদস্যরাও তাকে টস করার সময়ের কথা মনে করিয়ে দিতেন। কিন্তু সৌরভ গাঙ্গুলীর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যেত না।

সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে 2003-2004 সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ইরফান পাঠান। সেটাই ছিল পাঠানের প্রথম অস্ট্রেলিয়া সফর। সেই সফরে ভারত বনাম অস্ট্রেলিয়ার শেষ টেস্ট ম্যাচেও সৌরভ গাঙ্গুলী দেরিতে টস করতে গিয়েছিলেন এবং অজি অধিনায়ক স্টিভ ওয়া-কে দাঁড় করিয়ে রেখেছিলেন। তখন শচীন টেন্ডুলকার পর্যন্ত দাদাকে এসে বলেছিলেন টস করার সময় হয়ে গিয়েছে কিন্তু কোন কথায় কান দেননি দাদা। তিনি সেই সময় নিজের শোয়েটার এবং টুপি ঠিক করতেই ব্যাস্ত ছিলেন। তবে দেরি করে টস করতে গেলেও দাদার চেহারায় কোন প্রকার চাপ লক্ষ্য করা দেখা যেত না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর