‘বয়স কিন্তু দল থেকে বাদ পড়ারও কারন,’ ধোনিকে তীব্র কটাক্ষ করলেন ইরফান পাঠান

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে সাত রানে হারের পর এবার আইপিএলে পরপর তিন ম্যাচ হেরে হারার হ্যাটট্রিক করে ফেলল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। 2008 সালের পর চেন্নাই সুপার কিংসের এমন হতাশাজনক পারফরম্যান্স ক্রিকেট ভক্তরা আর হয়তো কখনো দেখেনি। চেন্নাই দলের হতাশাজনক পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও।

   

কারণ গতকাল ধোনি ক্রিজে শেষ পর্যন্ত টিকে ছিল কিন্তু তার সত্ত্বেও চেন্নাইকে হারতে হল। সচরাচর এমনটা দেখা যায় না যে পৃথিবীর বেস্ট ফিনিশার খ্যাত মহেন্দ্র সিং ধোনি শেষ পর্যন্ত ক্রিজে টিকে রয়েছে এবং তার দল হারছে। গতকাল সেটাই হল ধোনি ক্রিজে টিকে থাকার সত্বেও চেন্নাই সুপার কিংস কে হারিয়ে দিল হায়দ্রাবাদ। ম্যাচ হারের পর ধোনি অবশ্য আমিরশাহির প্রচন্ড গরমকেই কারণ হিসেবে তুলে ধরেছেন। তবে ম্যাচ চলাকালীন সকলেই বুঝতে পারেন যে এবার হয়তো ধোনির বয়স হয়ে গিয়েছে। কারণ ম্যাচ চলাকালীন বারবার ধোনিকে রান নেওয়ার সময় হাঁপাতে দেখা যাচ্ছিল। এছাড়াও ব্যাটে-বলে কিছুতেই ঠিকঠাক সংযোগ করে উঠতে পারছিলেন না ধোনি। যার ফলে ম্যাচ হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে।

ধোনির এমন পারফরম্যান্সের পরই সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। অনেকে দাবি করেছেন ধোনি আর হয়তো পারবেন না। এবার ক্রিকেট থেকে সরে দাঁড়ানো উচিত ধোনির। আর এমন পরিস্থিতিতে সুযোগ পেয়ে চেন্নাই অধিনায়ক ধোনিকে কটাক্ষ করলেন তার প্রাক্তন সতীর্থ ইরফান পাঠান। এইদিন টুইট করে ইরফান পাঠান লিখেছেন, ” কারুর কাছে বয়স একটি সংখ্যা মাত্র, আবার কারুর কাছে বয়স দল থেকে বাদ পড়ার কারণ।” আর ইরফান পাঠানের এমন টুইটের পর থেকেই জল্পনা বেড়ে চলেছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর