BJP অতীত! ফের তৃণমূলে ফিরছেন এই ‘হেভিওয়েট’ নেতা? কুণালের দাবিতে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ রাজনীতির দুনিয়ায় দলবদল কোনও নতুন ব্যাপার নয়। বিভিন্ন সময়ে নানান দাপুটে নেতাকে দলবদল করতে দেখা গিয়েছে। বঙ্গ রাজনীতিতেও এমন উদাহরণ রয়েছে ভূরি ভূরি। এবার এমনই একজন হেভিওয়েটকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল (Trinamool Congress) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, ‘আগামী বছর উনি আবার কোন দলে থাকে, সেটা দেখুন’।

কোন রাজনীতিকের দলবদলের জল্পনা উস্কে দিলেন কুণাল (Kunal Ghosh)?

তৃণমূল থেকে বিজেপি কিংবা বিজেপি (BJP) থেকে তৃণমূলে নাম লিখিয়েছেন বাংলার বহু দাপুটে রাজনীতিবিদ। চব্বিশের লোকসভা নির্বাচনের প্রাক্কালে যেমন ফের একবার দলবদল করেন ব্যারাকপুরের ‘বাহুবলী’ নেতা অর্জুন সিং (Arjun Singh)। তৃণমূল ছেড়ে ফের একবার বিজেপিতে নাম লেখান তিনি। এবার তাঁকে নিয়েই বড় মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল।

আবারও ‘ফুলবদল’ করতে চলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ? তৃণমূল নেতার মন্তব্য সেই জল্পনা উস্কে দিয়েছে। অর্জুন প্রসঙ্গে কুণাল (Kunal Ghosh) এদিন বলেন, ‘অস্ত্র, জঙ্গি এসব নিয়ে আমার জ্ঞান কম। এতে অর্জুন সিংয়ের জ্ঞান বেশি। বিজেপিতে থাকলে কিছু অতিরিক্ত যোগ করে বলতে হয়। তবে আগামী বছর উনি আবার কোন দলে থাকে, সেটা দেখুন’।

আরও পড়ুনঃ জেলবন্দি অবস্থাতেই জোর ধাক্কা! নববর্ষেই আঁধার নামল সন্দীপ ঘোষের জীবনে!

অর্জুন সিংয়ের একাধিকবার দলবদলের প্রসঙ্গ টেনে কুণাল বলেন, ‘অতীতে তো বারবার ওঁর দলবদল দেখা গিয়েছে। সেই কারণে পরের জানুয়ারিতে অর্জুন সিং কোথায় থাকেন, সেটাই দেখার’। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই মন্তব্যের পরেই বিজেপি নেতার দলবদলের জল্পনা মাথাচাড়া দিয়েছে। তাহলে কি ফের ‘ফুলবদল’ করবেন তিনি? অনেকের মনে উঁকি দিয়েছে এই প্রশ্ন।

Kunal Ghosh Arjun Singh

উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে দাঁড়িয়েছিলেন অর্জুন সিং। জয়ী হয়ে সাংসদ হওয়ার পর ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন। চব্বিশের লোকসভা ভোটের আগে ফের ‘ফুলবদল’ করেন তিনি। তৃণমূল ছেড়ে আবারও গেরুয়া শিবিরে নাম লেখান। বিজেপির তরফ থেকে এবারও তাঁকে ব্যারাকপুরের টিকিট দেওয়া হয়েছিল। তবে এবার আর জয়ের মুখ দেখতে পারেননি এই দাপুটে নেতা। তাহলে কি ফের দলবদলের পথে হাঁটতে চলেছেন তিনি? কুণাল ঘোষের (Kunal Ghosh) সাম্প্রতিক মন্তব্য সেই জল্পনাই উস্কে দিয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর