এবার পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অর্জুন সিং

বাংলাহান্ট ডেস্কঃ দিন প্রতিদিন পশ্চিমবঙ্গে (West Bengal) রাজনৈতিক চর্চা তীব্র হতে শুরু হয়েছে। এর মধ্যেই বঙ্গবিজেপির মধ্যে থেকে নতুন খবর সামনে আসছে। বিজেপির (Bharatiya Janata Party) মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশই জোরালো হয়ে উঠছে বলে খবর মিলছে। আসন্ন নির্বাচনে দলের কর্মসূচী নিয়ে সাত দিনব্যাপী সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছিল দিল্লীতে। শেষ দিনের বৈঠকেই প্রকাশ পায় গোষ্ঠীদ্বন্দ্ব।

অর্জুনের তোপ রাজ্য নেতৃত্বের উপর 
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) ক্ষোভ উগরে দিলেন বিজেপি রাজ্য নেতৃত্বের উপর। তিনি বলে উঠলেন, ‘বিজেপির ক্ষমতা শুধুমাত্র দুই বা তিন জনের হাতেই দেওয়া রয়েছে’। অর্জুন সিং-এর এই কথাতেই শুরু নতুন বিতর্ক।

সূত্র মারফত জানা যায়, নাম না করেই সরাসরি তোপ দাগলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের উপর। কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং শিব প্রকাশের সামনেই অর্জুন সিং বলে বসলেন, ‘বাংলায় বিজেপিতে কয়েকজন নেতার ছাড়া বাকিদের গুরুত্ব দেওয়া হয় না। ব্যারাকপুরে সাংগঠনিক কমিটি তৈরি হল, কিন্তু আমি কিছুই জানতে পারলাম না’।

জল্পনা রাজনৈতিক মহলে
মুকুল রায়কে ঘিরে জল্পনার মধ্যেই দলে আবার অর্জুন সিংকে ঘিরে শুরু হয়েছে নতুন তর্জা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর