‘মন্ত্রীত্ব গেছে বলে দল ছাড়ব না” আবেগঘন পোস্ট করে বিশেষ বার্তা বাবুলের

বাংলা হান্ট ডেস্কঃ মন্ত্রী পদ ছাড়ার পর থেকেই বেশকিছু সোশ্যাল মিডিয়া পোস্টে বিতর্কে জড়িয়েছেন বিজেপির (BJP) মন্ত্রীসভার প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এমনকি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গেও তর্কে জড়াতে দেখা গিয়েছে তাকে। তারপর থেকেই জল্পনা চলছিল রাজনৈতিক জীবন থেকে কি এবার অবসর গ্রহণ করবেন আসানসোলের বিজেপি সাংসদ? ঘনিষ্ঠমহল সূত্রে খবরও ছিল কিছুটা তেমনই। যদিও সরাসরি এ বিষয়ে মুখ খোলেননি বাবুল। এও জানা যাচ্ছিল হয়তো সাময়িক ভাবে রাজনীতি থেকে বিরতি নিতে পারেন তিনি।

কিন্তু এবার ফেসবুক পোস্টের মাধ্যমে কার্যত রাজনৈতিক সন্ন্যাসের জল্পনাই আরও বেশি উস্কে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এদিনের ফেসবুক পোস্টে তিনি লেখেন “রাজনীতি বাদে গান নিয়ে পোস্ট করলেই পাই সুন্দর প্রতিক্রিয়া। অনেক পোস্টেই রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখার আবেদন পাচ্ছি, যা গভীরভাবে ভাবাচ্ছে আমাকে।” কার্যত এই দীর্ঘ পোস্টে নিজের বর্তমান মনোভাব বেশ কিছুটা ব্যক্ত করেছেন বাবুল।

   

https://fb.watch/72fiXZo1lY/

তার মতে, “কখনো আনমনে বসে যখন ভাবছি তখন কোথাও যেন মনে হচ্ছে কমেন্টগুলি ‘দলমত নির্বিষেশে’ গায়ক বাবুলকে লেখা। কিছু নাম চিনতে পারছি যারা হয়তো অন্য সময়ে আমার রাজনৈতিক পোস্টগুলোতে আমাকে তীব্র আক্রমণ করেন বা কটু ভাষা লেখেন কিন্তু এখন সম্পর্ণ অন্যরকম লাগছে সেই একই মানুষগুলোর লেখা। বলছেন রাজনীতি ছেড়ে দিতে !! কথা গুলো গভীরভাবে ভাবাচ্ছে আমাকে।”

তিনি এও লেখেন, “রাজনীতিতে কিছু পাওয়ার আশায় বা ‘পাওয়ার’-এর আশায় তো আসিনি।” তার মতে আগেও ২০১৮ সালে সালে নানাকারণে completely disillusioned ও বীতশ্রদ্ধ হয়ে মন্ত্রী থাকাকালীন পদত্যাগ করেছিলেন তিনি। দল তখন তার মত ভালোবাসার সঙ্গে প্রত্যাখ্যান করেছিল। সেই কারণে সকলের কাছে বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে তিনি কৃতজ্ঞ বলেও জানান বাবুল। আর এই পোস্টের পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। যদিও শুরুতেই তিনি লিখেছেন এটি কোন রাজনৈতিক পোস্ট নয়। কিন্তু অনেকেই মনে করছেন এর মধ্যে রয়ে গেছে গূঢ় অর্থ এবং ভবিষ্যতে ইঙ্গিত।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর