তিন মাস ধরে বেতন না পেয়েই চন্দ্রযান-৩ মিশন সম্পন্ন করেন ISRO-র বিজ্ঞানীরা? সামনে এল আসল সত্য

বাংলা হান্ট ডেস্ক: চাঁদের মাটি স্পৰ্শ করে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছে ভারত। আর এই বড় সাফল্য হাসিলের পেছনে যে সংস্থাটি রয়েছে তা হল ISRO (Indian Space Research Organisation)। কোটি কোটি ভারতীয়র দীর্ঘ প্রতীক্ষা এবং স্বপ্নকে পূরণ করেছেন ISRO-র বিজ্ঞানীরা। তবে, কয়েকদিন আগেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিষয়ে একটি চাঞ্চল্যকর দাবি করেছিলেন ব্যবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষক তেহসিন পুনাওয়ালা।

তিনি বলেছিলেন যে, সরকার ISRO-র বিজ্ঞানীদের তিন মাস ধরে বেতন দেয়নি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি রীতিমতো চ্যালেঞ্জের মাধ্যমে জানিয়েছিলেন যে, তাঁর এই দাবির সত্যতা যাচাইও করা যেতে পারে। তেহসিন পুনাওয়ালা স্বাধীনতা দিবসের দিন “রণবীর পডকাস্ট শো”-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই প্রসঙ্গটি উপস্থাপিত করেন।

   

তিনি জানান, “ISRO-র বিজ্ঞানীরা তিন মাস ধরে বেতন পাননি। এটা কি সত্যি? আর এটাই এই সরকারের সাথে আমার সমস্যা। আমরা ISRO-কে নিয়ে খুব গর্বিত। এটি একটি ভালো সংগঠন। কিন্তু সেখানে বিজ্ঞানীদের তিন মাস ধরে বেতন দেওয়া হয়নি এবং আপনি এই বিষয়ে আমার এই ফ্যাক্ট-চেক করতে পারেন।”

আরও পড়ুন: সিনেমার থেকেও কম ব্যয়! চন্দ্রযানকে চাঁদে পাঠাতে ISRO-র খরচ লজ্জায় ফেলবে শাহরুখ খানদের

সত্যতা যাচাই করতে গিয়ে বিষয়টি ভুল হিসেবে জানিয়েছে PIB: তেহসিন পুনাওয়ালার এই দাবির পরিপ্রেক্ষিতে সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) জানিয়েছে যে, তেহসিনের এই দাবি সম্পূর্ণ ভুল। পাশাপাশি, আরও জানানো হয় যে, সরকার প্রতি মাসের শেষ দিনে বিজ্ঞানীদের বেতন পাঠিয়ে দেয়। এমনকি, এই সংক্রান্ত একটি টুইটও সামনে এসেছে।

আরও পড়ুন: চন্দ্রযান ৩ অভিযানে বড় অবদান! জানুন, বাংলার এই ৯ ছেলের উত্থানের ইতিহাস

সফল হয়েছে চন্দ্রযান-৩: প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২৩ অগাস্ট সন্ধ্যে ৬ টা ৪ মিনিটে চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান-৩। দীর্ঘ প্রতীক্ষা এবং উৎকণ্ঠার পর চন্দ্রযানের সফলভাবে অবতরণের বিষয়টি প্রত্যক্ষ করেন দেশবাসীরাও। আর তারপরেই ISRO-র বিজ্ঞানীদের জয়জয়কার ছড়িয়ে পড়ে সর্বত্র। পাশাপাশি এইভাবেই গত কালকের দিনটি প্রতিটি ভারতবাসীর কাছেই একটি স্মরণীয় দিন হয়ে থাকল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর