জমে যাবে IPL-এর নিলাম! রোহিত শর্মার জন্য বরাদ্দ ৫০ কোটি টাকা? কি জানালেন সঞ্জীব গোয়েঙ্কা?

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছরের IPL-এর আগে সম্পন্ন হবে মেগা নিলাম। এদিকে, যখনই এই ধরণের বড় অকশান অনুষ্ঠিত হয় তখনই দলগুলিতে প্রায় ৯০ শতাংশের বেশি পরিবর্তন ঘটে। অর্থাৎ, প্রতি দলে অধিকাংশ খেলোয়াড়রাই নতুনভাবে যুক্ত হন। তবে, এবারের নিলাম পর্ব অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে। কারণ, এবার প্রত্যেকের চোখ রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দিকে। মনে করা হচ্ছে, অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়বেন। শুধু তাই নয়, রোহিত ছাড়াও, জাসপ্রীত বুমরাহ থেকে শুরু করে সূর্যকুমার যাদবকে নিয়েও এই ফ্র্যাঞ্চাইজি থেকে বিচ্ছেদের খবর রয়েছে।

সবার নজর রোহিতের (Rohit Sharma) দিকে:

উল্লেখ্য যে, IPL-এর ১০ টি ফ্র্যাঞ্চাইজি তাদের বর্তমান খেলোয়াড়দের মধ্যে থেকে কতজনকে ধরে রাখবে তা নিয়ে স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে সবার চোখ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে। ভারতের বর্তমান T20 অধিনায়ক সূর্যকুমার যাদব সহ T20 বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরাহর মতো বড় তারকারা এই ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত।

   

Is it really 50 crore rupees allocated for Rohit Sharma in IPL.
এমতাবস্থায়, মুম্বাই ইন্ডিয়ান্স এই সব সুপারস্টারকে ধরে রাখতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। এদিকে, একটি গুজব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ সুপার জায়ান্ট রোহিত শর্মাকে (Rohit Sharma) দলে নেওয়ার জন্য ৫০ কোটি টাকার প্যাকেজ দিতে প্রস্তুত। গোয়েঙ্কা সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গুজবের জবাব দিয়েছেন। স্পোর্টস টকের উত্তরে তিনি বলেছিলেন, “আমাকে একটা কথা বলুন, আপনি অথবা বা কেউ কি জানেন রোহিত শর্মা আদৌ নিলামে আসছেন কি না?”

আরও পড়ুন: জয় ICC চেয়ারম্যান হওয়ায় অমিত শাহকে কটাক্ষ মমতার! পাল্টা জবাব দিয়ে “পোল” খুললেন শুভেন্দু

তিনি আরও বলেন, “এসব জল্পনা-কল্পনা অপ্রয়োজনীয়। মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে (Rohit Sharma) রিলিজ করবে কিনা, তিনি নিলামে আসছেন কিনা, বা তিনি এলেও, আপনি যদি একজন খেলোয়াড়ের জন্য আপনার স্যালারি ক্যাপের ৫০ শতাংশ ব্যয় করেন তাহলে বাকি ২২ জন খেলোয়াড়কে কীভাবে ম্যানেজ করবেন?” এদিকে, রোহিত শর্মা তাঁর পছন্দের তালিকায় রয়েছেন কিনা এই প্রশ্নের উত্তরও গোয়েঙ্কা দিয়েছেন।

আরও পড়ুন: শামির মাঠে ফেরা নিয়ে ফের আশঙ্কা! কি পরিকল্পনা BCCI-এর? অবশেষে সামনে এল বড় আপডেট

গোয়েঙ্কা জানিয়েছেন, “প্রত্যেকেরই পছন্দের তালিকা থাকে। আপনি আপনার দলে সেরা খেলোয়াড়, সেরা অধিনায়ক পেতে চান। আপনার কি আছে এবং কি উপলব্ধ রয়েছে, আপনি সেটা দিয়ে কি করতে পারেন এটাই হল আসল কথা। আমি যে কাউকে ভালোবাসতে পারি। কিন্তু একই কথা সব ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে প্রযোজ্য। আপনি সবাইকে পাবেন না।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর