করোনা কালেও ভারতে বাড়ছে বিদেশি বিনিয়োগ, নির্মলার ম্যাজিক না অন্যকিছু

বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রসঙ্ঘের ব্যবসা ও বাণিজ্য সংস্থা আঙ্কটাডের রিপোর্ট অনুযায়ী, শেষ কয়েক বছরে বিদেশি বিনিয়োগ অনেকটাই বেড়েছে ভারতবর্ষে। বিশ্বের যে পাঁচটি দেশে সবথেকে বেশি এফডিআই (FDI)এসেছে তার মধ্যে অন্যতম হলো ভারতবর্ষ। গতবছর সারা বিশ্বজুড়ে ২০১৯ কাল থেকেই প্রায় ৩৫% কমেছিল বিদেশী বিনিয়োগের পরিমাণ। কিন্তু সেই করোনা কালেও ২৭% বিদেশি বিনিয়োগ বেড়েছে ভারতে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মাইনাসে নেমে যাওয়া জিডিপিকে ফের একবার ট্র‍্যাকে ফেরাতে যথেষ্ট সাহায্য করবে এই এফডিআই। উল্লেখ্য ২০১৯ সালে এই বিনিয়োগের পরিমাণ ছিল ৫১০ গতবছর তা বেড়ে দাঁড়ায় ৬৪০ কোটিতে।

   

এবছর এপ্রিল মাসে তা আরও অনেকখানি বেড়েছে ভারতে। এ বছরের এপ্রিল মাসে ভারতে বিনিয়োগ হয়েছে ৬২.৪ লক্ষ ডলার। গত বছরের এপ্রিল মাসের তুলনায় ৩৮% বেশি। এছাড়া এপ্রিল মাসে এফডিআই ইকুইটি(FDI equity) এসেছে প্রায় ৪৪.৪ লক্ষ ডলার যা গত বছরের তুলনায় ৬০% বেশি। অনেকেই মনে করছেন, এর পিছনে রয়েছে লগ্নিকারীদের প্রত্যাশা। অর্থাৎ এই করোনা কাল থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে দেশ এই প্রত্যাশাই এত বেশি বিদেশি বিনিয়োগের অন্যতম কারণ। করোণা আবহে মূলত বীমা কোম্পানি এবং একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম বড় বিনিয়োগ পেয়েছে। যার মধ্যে ২৮ লক্ষ ডলার বিনিয়োগ হয়েছে অ্যামাজনেই(Amazon)। বিদেশী বিনিয়োগ এসেছে,লরসেন অ্যান্ড টাবরো ও গ্ল্যাক্সোস্মিথক্লিনেও।

Modi government,Nirmala sitaraman,India,FDI

অনেকে যেমন মনে করছেন, লগ্নিকারীদের প্রত্যাশা একটি বড় কারন তেমন অনেক অর্থনীতিবীদই মনে করছেন এর পিছনে রয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের(Nirmala Sitaraman) নিয়মে বেশ কিছু পরিবর্তন। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অনেকটাই উদার মানসিকতা দেখিয়েছে ভারত। সংসদের দুই কক্ষে ইতিমধ্যেই পাস হয়েছে বীমা সংশোধনী বিল।যার জেরে বীমা ক্ষেত্রে ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগকে ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অনেকের মতে তার কারণেই, ভারতে আরও বেশি বিনিয়োগে মন দিয়েছেন বিদেশী সংস্থা গুলি।

প্রসঙ্গত উল্লেখ্য মোদী সরকার(Modi government) ক্ষমতায় আসার পর থেকেই বিদেশি বিনিয়োগ বাড়তে শুরু করেছে। ২০১৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছিল ৪৯ শতাংশে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের উন্নতি এ ধরনের বিদেশি বিনিয়োগ কর্তাদের আরও বেশি আকর্ষণ করছে বলেই অভিমত বিশেষজ্ঞদের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর