লকডাউনের মধ্যেই প্রিপেইড প্ল্যানের বৈধতা শেষ? আপনার পাশে টেলিকম সংস্থাগুলি

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্ব জুড়ে করোনার মহামারির কারনে ইতিমধ্যে মৃত ও আক্রান্ত বহু মানুষ। আমাদের দেশেও থাবা বসিয়েছে মারন ভাইরাস করোনা। করোনাকে প্রতিহত করতেই দেশজুড়ে এই মুহুর্তে চলছে ২১ দিনের লকডাউন। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ। বহু অঞ্চলে রিচার্জ করাতে পারছেন না মানুষ। এবার গ্রাহকদের বিপদে এগিয়ে এল টেলিকম সংস্থা গুলি।


TRAI-এর নির্দেশ মেনে ইতিমধ্যেই Relince Jio, BSNL, Vodafone Idea, Airtel তাদের প্রিপেড প্ল্যানের মেয়াদ বৃদ্ধি এবং অতিরিক্ত টকটাইম দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও সস্তা হয়েছে ডেটা প্যাক, পাশাপাশি অনেক টেলিকম সংস্থা দিচ্ছে টকটাইম ও।

   

Relince Jio প্রতিটি প্রিপেড প্ল্যানের মেয়াদ ১৭ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত ১০০ মিনিট টকটাইম আর মোট ১০০টি এসএমএস এর সুবিধাও দিচ্ছে জিও।

bharti Airtel-ও জানিয়েছে , প্রিপেড প্ল্যানের মেয়াদ ফুরিয়ে গেলেও তা ১৭ এপ্রিল পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে। পাশাপাশি মিলবে অতিরিক্ত ৬ মিনিটের টকটাইম এবং ২টি এসএমএস

এই টেলিকম সংস্থাগুলির মধ্যে অগ্রনী রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL. বৈধ প্ল্যান না থাকলেও ২০ এপ্রিল পর্যন্ত তাদের গ্রাহকদের নিরবিচ্ছিন্ন ভাবে পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে bsnl। দেওয়া হবে অতিরিক্ত ১০ টাকার টকটাইমও। প্ল্যানের বৈধতা বাড়িয়েছে vodafone – idea ও।

সম্পর্কিত খবর