কিভাবে বুঝবেন আপনার সঙ্গী আপনাকে ঠকাচ্ছে?

 

বাংলা hunt ডেস্ক : সম্পর্ক ঠিক চলতে চলতে হঠাৎ করে বেঁকে বসা। মনের কোনে গোপন সন্দেহ জীবন সঙ্গী টিকে নিয়ে। সম্পর্কের ওঠানামা তো থাকবেই । কিন্তু যদি দেখেন এই জিনিসগুলি প্রতিনিয়িত যদি হতে থাকে আপনার সঙ্গে, তাহলে বুঝে নিন এই সম্পর্ক আর বেশিদিনের নয়।

প্রতিনিয়ত চলতে থাকা জিনিস গুলিকে বন্ধ করে দেওয়া। আপনারা একে ওপরের সঙ্গে দিনের যে সময়টি কাটিয়ে থাকেন সেই সময়ই কাজ ফেলা । যেন তেন প্রকারেন আপনাকে এড়িয়ে যাওয়া । এবং এই জিনিসটি দীর্ঘদিন ধরে চলা।

Stocksy txp0f8222c23xH100 Small 1028782 1

সময় মেনে কাজ করা । যেমন আসা, খাওয়া চলে যাওয়া, ঘুম । আপনাকে আলাদা করে কোনো সময় না দেওয়া। আপনি কথা বলতে গেলেই ফোনে ব্যস্ত থাকা।

কথায় কথায় একা ড্রাইভ করে ঘুরতে যাওয়া । এর মানে তাঁর কাছে আপনার প্রয়োজনীতা ফুরিয়েছে।

কোনো কিছুতেই আপনাকে দোষী সাব্যস্ত করা । সে ছোটো খাটো ব্যাপারেই । আপনিই যে দোষী তা বোঝাতে বাধ্য করা।

শারীরিক সম্পর্ক : যৌনতার ক্ষেত্রে না । এমনকি শারীরিক সম্পর্কের সময় ও রূঢ়তা দেখানো । তারপর একসময় সঙ্গম বন্ধ করে দেওয়া।

সম্পর্কিত খবর