এশিয়া কাপ, বিশ্বকাপের আগে ১৮,০০০ টাকায় চুল কাটালেন এই ক্রিকেটার! ধোনিকে নকলের চেষ্টা?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনওক্রমে ওডিআই সিরিজ জয়ের পর এবার ভারতের সামনে রয়েছে এশিয়া কাপ (2023 Asia Cup) জয়ের চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে নামার আগে মূল ভারতীয় দলের (Indian Cricket Team) কাছে কিছুদিন সময় রয়েছে বিশ্রাম নেওয়ার। তার মধ্যে বিরাট কোহলিরা মানসিকভাবে ওই হাইভোল্টেজ টুর্নামেন্টের প্রস্তুতি সেরে রাখছেন। এরই মধ্যে হালকা মেজাজে দেখা গেল ঈশান কিষাণকে (Ishan Kishan)।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। অপরদিকে ভারতীয় আর এক ওপেনার শুভমান গিল খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই অনেকে আশঙ্কা করছেন যে রোহিত শর্মা হয়তো বিশ্বকাপে বা এশিয়া কাপে ঈশানকেই নিজের ওপেনিং পার্টনার হিসেবে বেছে নেবেন।

ishan ump

আপাতত ফুরফুরে মেজাজে থাকা ঈশান কিষাণ একটি নতুন হেয়ার স্টাইল দিয়ে মাথা সাজিয়েছেন। তার এই হেয়ার স্টাইলটি তিনি করিয়েছেন জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট হাকিম আলীম-এর কাছ থেকে। এর আগে সিদ্ধার্থ মালহোত্রা বিরাট কোহলির মতো তারকারা তার কাছ থেকে নিজেদের নতুন হেয়ার স্টাইল বেছে নিয়েছিলেন।

আরও পড়ুন: দল ও BCCI-এর স্বার্থে বড় ত্যাগ স্বীকার করলেন বিরাট কোহলি! আর দেখা যাবে না হাসিমুখে

হাকিম আলীমের কাছে চুল কাটার খরচ শুনলে সাধারণ মানুষের অনেকেরই চোখ কপালে উঠবে। স্টাইল ডিরেক্টর দিক দিয়ে চুল কাটালে তার সেলুনে খরচ হয় অন্তত ২,০০০ টাকা। যদি আপনি আর্টিরেক্টর ইউজ করেন তাহলে সেই খরচ পৌঁছাতে পারে ৩,০০০ অবধি। আর ক্রিয়েটিভ ডিরেক্টর ব্যবহার করলে চুল কাটার খরচ পৌঁছতে পারে ১৮,০০০ – ২০,০০০ অবধি। ঈশান কিষাণের চুলের স্টাইল দেখে মনে করা হচ্ছে তিনিও এমন কিছু অংকের টাকায় খরচ করেছেন।

আরও পড়ুন: ৩ বছর আগে আজকের দিনেই দেশের জার্সিকে বিদায় দিয়েছিলেন! ভারতীয় দলে ধোনির অভাব কি মিটেছে?

অনেকেই ঈশানের এই নতুন চুলের স্টাইলকে পুরনো দিনের মহেন্দ্র সিংহ ধোনির চুলের স্টাইলের সঙ্গে তুলনা করছেন। তবে ক্রিকেট নিয়ে অত্যন্ত বেশি সিরিয়াস ভক্তগণ তার একটি ইনস্টাগ্রাম পোস্টে যেখানে তিনি এই চুলের স্টাইল তুলে ধরেছেন সেখানে গিয়ে কমেন্ট করেছেন যে ধোনির মতো চুলের স্টাইল করার বদলে যদি ধোনির মতো ভারতকে ম্যাপ জেতানোর দিকে তিনি বেশি মনোযোগ দেন তাহলে আখেরে ভারতীয় ক্রিকেটের উপকার হবে।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর