আমেরিকায় ধরা পড়ল ISIS সমর্থিত পাকিস্তানি ডাক্তার

বাংলাহান্ট ডেস্কঃ সমগ্র বিশ্ব পাকিস্তানকে (Pakistan) সন্ত্রাসবাদের আঁতুড় ঘর হিসাবে চেনে। পাকিস্তানের যোগসূত্র যেখানে যেখানে আছে, সেখান থেকেই বারবার আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভারতের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টিকারী পাকিস্তানের আসল রূপ বারবার সকলের সামনে এসেছে। আরও একবার পাকিস্তানের খারাপ দিকটা সামনে এসেছে।

ISIS আতঙ্কবাদিদের সাহায্য করার দরুণ এবং আমেরিকার (America) অপর হামলা করার জন্য এক পাকিস্তানি ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। মহম্মদ মাসুদ নামের এই ডাক্তার জানুয়ারি এবং মার্চের মাঝামাঝি সময়ে আতঙ্কবাদিদের অনেক সাহায্য করেছিল। এবং আতঙ্কবাদিদের সাহায্য করতে সিরিয়া যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।

download 1 59

আমেরিকার আধিকারিকদের মতে, আমেরিকায় আতঙ্কবাদি হালমার পিছনে মাসুদের ভূমিকা রয়েছে। মাসুদই আতঙ্কবাদিদের উস্কেছিল এই হামলা করার জন্য। মাসুদকে মিনিয়পলিশ সেন্টপল ইন্টারন্যাশলান এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। মিনিয়পলিশের এক আদালতে তাঁর বিচার কাজ করার কথা বলা হয়। এবং সেখানে রাখার কথাও বলা হয়। মাসুদের গ্রেপ্তার হওয়ায় একটা দিক স্পষ্ট যে পাকিস্তান সমগ্র বিশ্বে সন্ত্রাস সৃষ্টি করতে সবসময় প্রস্তুত। এবং তাঁর জন্য যেকোনো লোককেই তারা কাজে লাগাতে প্রস্তুত।

মাসুদ পাকিস্তানের লাইসেন্স প্রাপ্ত একজন চিকিৎসক। তিনি H1B1 এর পক্ষ থেকে এক হাসপাতালে ডাক্তার হিসাবে নিযুক্ত ছিলেন। জর্ডন যাওয়ার জন্য তিনি এক বিমানের টিকিট কাটেন এবং সেখান থেকে তাঁর সিরিয়া যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা ভাইরাসের ফলে তিনি তাঁর পরিকল্পনা বদলে ফেলন। তারপর তিনি মিনিয়পলিশ থেকে লস এঞ্জেল যাওয়ার পরিকল্পনা করেন। এবং সেখানে গিয়ে এক ব্যক্তির সাহায্যে কার্বো জাহাজ মারফৎ তাঁর সিরিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে সুরক্ষা বাহিনীর সন্দেহ হওয়ায়, তারা তাকে গ্রেপ্তার করে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর