fbpx
টাইমলাইনভারত

উত্তরবঙ্গে আত্মগোপন করে আছে ভয়ঙ্কর ISIS জঙ্গি! গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর খবর; সিরিয়ায় যুদ্ধের অন্যতম সদস্য

 

বাংলা হান্ট ডেস্কঃ  ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের বুকেই। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজ এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে তবে এ নিয়ে কি পদক্ষেপ নেবে প্রশাসন তা এখনো প্রশাসনের অন্দরে রয়েছে।

তাদের দাবি, কুখ্যাত আইসিস জঙ্গি খোয়াজা আত্মগোপন করে রয়েছে উত্তরবঙ্গের কোনও জায়গায়। এছাড়াও উত্তরবঙ্গে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে আরও ৩ আইসিস জঙ্গি। তবে তাদের মতিগতি দিকে লক্ষ রাখছে গোয়েন্দা সংস্থা।

গোয়েন্দা রিপোর্ট অনুসারে রীতিমতো সিরিয়ায় আইসিসের হয়ে যুদ্ধ করে এসেছে এই খোয়াজা। ২০১৪ – ২০১৬ পর্যন্ত সিরিয়ায় ছিল সে। ফের দেশে ফিরে আইসিসের লিংম্যানের কাজ করছে সে। যুবকদের সংগঠনে যোগদান করাতেও সে কাজ করছে বলে খবর মিলেছে গোয়েন্দা সূত্রে।
গোয়েন্দারা বলছেন, গত বছর ১৪ ডিসেম্বর শেষবার তামিলনাড়ুতে দেখা গিয়েছিল চার জঙ্গিকে। খোয়াজা ছাড়াও জঙ্গিদলে রয়েছে আবদুল সামাদ, আবদুল শামিম ও নাওয়াজ।

মূলত দক্ষিণভারতে আইসিসের সংগঠন বিস্তারের দায়িত্বে রয়েছে এই জঙ্গি। তবে গোয়েন্দাদের চোখে ধুলো দিতে উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকায় আত্মগোপন করে থাকে সে। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর থেকে খবরের দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

Back to top button
Close
Close