জামশেদপুরের কাছে লজ্জার হার এটিকে মোহনবাগানের! সুপার কাপ থেকে বিদায় ISL বিজয়ীদের?  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দল কিছুদিন আগেই আইএসএল (ISL 2022/23) চ্যাম্পিয়ন হয়েছে। তার পরমুহূর্তেই ঘোষণা করে দিয়েছিলেন পরের মরশুম থেকে ‘এটিকে’ নামের সামনে থেকে উঠে যাচ্ছে। আসন্ন মরশুম থেকে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG) নাম নিয়ে সবুজ মেরুণ শিবির প্রতিযোগিতাগুলিতে অংশ নেবে। তারপরে সুপার কাপের (Super Cup 2023) প্রথম ম্যাচে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে এসেছিল বড় জয়। কিন্তু আজ বড় হতাশা সঙ্গী হল সবুজ মেরুণ ভক্তদের।

এক ম্যাচ বাকি থাকতেও এবং নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে জয় পাওয়া সত্ত্বেও আজ সুপার কাপ থেকে ছিটকে গেল হুয়ান ফেরান্দোর দল। আজ সুপার কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান। কিন্তু তাদের কাছে ৩-০ ফলে হারের মুখ দেখতে হয়েছে লিস্টন কোলাসোদের।

   

আজ বরিস সিংয়ের প্রথমার্ধের দুটি গোল বড় ধাক্কা দিয়েছিল এটিকে মোহনবাগানকে। এরপর বাকি ম্যাচে মরিয়া চেষ্টা করেও গোলের দেখা পায়নি এটিকে মোহনবাগান। উল্টে ম্যাচের একদম শেষদিকে হ্যারি স্যোয়ারের গোল মোহনবাগানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়।

এরপর দেখা যায় এক ম্যাচ বাকি থাকতেই সুপার কাপ থেকে ছিটকে গেছে আইএসএল খেতাব জয়ী দলকে। এখানে গন্ডগোল করেছে সুপার কাপের নিয়ম। সেই নিয়মানুযায়ী পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে এবং গোল পার্থক্য নয় দেখা হয় হেড টু হেড অর্থাৎ মুখোমুখি সাক্ষাতের ফলাফল। তাই নিজেদের শেষ মেসেজ দেখলেও জামশেদপুরকে টপকানোর উপায় থাকছে না এটিকে মোহনবাগানের সামনে। শুধুমাত্র হতাশায় সঙ্গেই থাকলো সবুজ মেরণ ভক্তদের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর