করোনা যুদ্ধে এগিয়ে ভারতীয় রেলঃ আইসোলেশন কোচ এসে পৌঁছল ব্যারাকপুর স্টেশনে

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) পরিস্থিতি মোকাবিলা করতে বিশ্ব তৎপর হয়ে উঠেছে। এই মারণ ভাইরাসের ফলে সমগ্র বিশ্বে এখনও অবধি আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৫ হাজার এবং মৃতের সংখ্যা প্রায় ৯৬ হাজার । ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭ হাজার এবং মৃতের সংখ্যা ২৩০ । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা জোর কদমে লড়ে চলেছেন এই বিপর্যয় থেকে দেশের এবং রাজ্যের নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০৩ এবং প্রাণ হারিয়েছেন ৭ জন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগেই করোনা ভাইরাসের আইসলেশনের প্রয়োজনে রাজ্যের বিভিন্ন হাসপাতাল সহ বিভিন্ন বড়ো বড়ো নবনির্মিত আবাসন নেওয়ার কথা বলেছিলেন। এই পরিস্থিতিতে রেল (Rail) কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল রেলের কোচে আইসোলেশন তৈরির কথা। তাই এবারে কেন্দ্রীয় সরকারের রেল বিভাগের তরফ থেকে আইসোলেশন কোচ এসে পৌঁছল ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। বেশ কয়েকটি কোচকে একত্রিত করে আইসলেশনের উপযোগী করে বুধবার ব্যারাকপুর স্টেশনে পাঠানো হয়। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল।

   

রেল সূত্রের খবর অনুযায়ী, প্রতিটি কোচে আট জন রোগীকে থাকতে পারবে। প্রতিটি কোচে চিকিত্‍সকের জন্য চেম্বাররেও ব্যবস্থা করা হয়েছে। বাথরুমও থাকছে চিকিত্‍সকদের জন্য। আবার প্রয়োজন মতো এই আইসোলেশন কোচগুলিকে অন্যান্য স্টেশনে স্থানান্তরিতও করা যাবে। প্রয়োজন অনুযায়ী যেখানে যেমন দরকার, সেখানে সেইভাবে পাঠানো হবে। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানান, ‘এখন এই আইসোলেশন নির্মিত কোচগুলিকে স্টেশনে এনে রাখা হচ্ছে। পরে কোচগুলোকে প্রয়োজনমত সেখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হবে’।

 

করোনা মোকাবিলার ক্ষেত্রে পূর্ব রেল ৩৩৮টি আইসোলেশন কোচ তৈরির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই কাঁচড়াপাড়া, নিয়েছেলিলুয়া-সহ আরও সাতটি কোচিং ডিপোতে আইসোলেশন কোচ তৈরির কাজ চলছে। এই কদিনে ২৪১টি কোচ তৈরি করা সম্ভব হয়েছে। তাই সেগুলোকে বিভিন্ন স্টেশনে পাঠানো হচ্ছে। এবং আরও আইসোলেশন কোচ তৈরির কাজ চলছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর