হামাসের ‘পার্লামেন্ট’ দখল করল ইহুদি সেনা! উড়ল ইজরায়েলের পতাকা

বাংলা হান্ট ডেস্ক: এবার হামাসের (Hamas) কার্যালয়ে উড়ল ইজরায়েলের (Israel) পতাকা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট বলেছেন, ইসলামিক সন্ত্রাসী সংগঠন হামাস ১৬ বছর পর নিয়ন্ত্রণ হারিয়েছে গাজা থেকে। তিনি আরও বলেছেন, হামাস সন্ত্রাসীরা দক্ষিণ গাজায় পালিয়ে যাচ্ছে এবং গাজার (Gaza) সাধারণ নাগরিকদের দ্বারা তাদের সরবরাহ লুট করা হচ্ছে।

এদিকে, ইজরায়েলি সেনাদের একটি ছবিও সামনে এসেছে যেখানে তারা হামাস পার্লামেন্টের (Hamas Parliament)  ভিতরে দাঁড়িয়ে ইজরায়েলি পতাকা নাড়তে থাকে। এখান থেকে হামাস গাজায় তাদের একনায়কতন্ত্র চালাত।এই সেনারা ইজরায়েলের গোলানি ব্রিগেডের সদস্য।

উল্লেখ্য, হামাস ২০০৭ সাল থেকে গাজা দখল করে আসছে। তারা তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে গাজার মাটি ব্যবহার করে এবং এখানকার নাগরিকদের তার লড়াইয়ে ঢাল হিসেবে ব্যবহার করে। হামাস একটি রাজনৈতিক শাখা বজায় রেখেছে, যা গাজায় গণতান্ত্রিক প্রতিনিধিত্বের ভান করে।

Israel or Palestine? Who is ahead in terms of military power

ইসলামিক (Islamic) সন্ত্রাসী সংগঠন হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল আক্রমণ করেছিল। এই হামলায় হামাস সন্ত্রাসীরা প্রায় ১২০০ জনকে হত্যা করে। এরপর থেকে ইজরায়েল ক্রমাগত গাজায় পাল্টা হামলা চালাচ্ছে এবং এখন তার সেনাবাহিনীও গাজায় প্রবেশ করেছে। ইজরায়েলের উপর এই হামলার পর তার সরকার সেনাবাহিনীকে গাজা দখলের নির্দেশ দেয়।প্রথমে ইজরায়েলি বিমান বাহিনী হামাসের উপর বিমান হামলা চালায় এবং পরে সেনা বাহিনী গাজায় প্রবেশ করে। এদিকে এবার গাজার ‘পার্লামেন্ট’ দখল করে নিয়েছে ইজরায়েলি সেনারা।


Monojit

সম্পর্কিত খবর