শেষ মুহূর্তে চন্দ্রযান টু এর অভিযানে হোঁচট, ঘোষণা করলেন ইসরোর প্রধান

এ যেন শেষ হয়েও হইল না শেষ৷ একেবারেই সাফল্যের দৌড় গড়াতে পৌঁছেও শেষ অবধি সাফল্য পাওয়া গেল না৷ টানা আট চল্লিশ দিন সফরের পর শনিবার রাত দেড়টা থেকে আড়াইটের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল চন্দ্রযান টু এর৷ ইসরোর তরফে জানানো হয়েছিল মাত্র পরের মিনিটেই সমস্ত প্রক্রিয়া শেষ করবে ল্যান্ডার বিক্রম আর এই পুরনো মিনিট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ৷ আর সেই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই ঘটে গেল বিপত্তি৷ শনিবার রাত 1:40 মিনিটে ঠিক অবতরণ করার নির্দিষ্ট সময় ছিল৷

   

2.1 কিলোমিটার পথ অবতরণ করলেই চন্দ্রপৃষ্ঠে নামবে ল্যান্ডার বিক্রম আর এই নিয়ে উত্কণ্ঠা ও উত্সাহ একসঙ্গে করে বেঙ্গালুরুর ইসরোর কার্যালয়ে অপেক্ষা করছিলেন বিজ্ঞানীরা৷ আর এই সময় থেকেই ল্যান্ডার বিক্রমের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল৷ সংবাদমাধ্যমে প্রকাশিত চিত্র থেকে দেখা গিয়েছে সভাকক্ষে উপস্থিত সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তখনও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি অনেকেই৷ 15 মিনিট থেকে আধ ঘণ্টা অপেক্ষার পরে অবশেষে ঈশ্বর চেয়ারম্যান ঘোষণা করলেন চন্দ্রযান এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷

যা শুনে সত্যিই কিছু ক্ষণের জন্য হতাশ হয়ে পড়েছিলেন বিজ্ঞানীরা৷ তবে হঠাত্ কেন এমন ঘটনা ঘটল? প্রতিটা কক্ষপথ পার করে যাওয়ার সময় কোনও বিপত্তি ঘটেনি কিন্তু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ব্রেকিং ফ্রিজ পূর্ণ করার পরেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল? হাল ছাড়তে নারাজ বিজ্ঞানীরা তাই তথ্য যাচাই করা হবে৷

সম্পর্কিত খবর