শ্লীলতাহানির অভিযোগে পেতে হল অদ্ভুত শাস্তি, রাখি পরতে হবে নির্যাতিতার হাতেই

বাংলাহান্ট ডেস্কঃ রাখির দিনে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে উঠে এল এক আজব ঘটনার উদাহরণ। শ্লীলতাহানির অভিযোগে বিচারপতি দিলেন এক অদ্ভুত শাস্তি। যা শুনে অবাক হয়েছেন অনেকেই। তবে এই নতুন ধরনের শাস্তির মাধ্যমেই দোষী ব্যক্তিকে শিক্ষা দিতে চাইলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চের সদস্য বিচারপতি রোহিত আর্য্য।

ঘটনার বিবরণ
কিছুদিন আগের ঘটনা। গত ২০ শে এপ্রিল ইন্দোর থেকে ৫৫ কিলোমিটার দূরে উজ্জয়িন এলাকায় বছর ৩০ শের এক মহিলার বাড়িতে ঢুকে তার শ্লীলতাহানি করেন বিক্রম বাগরি নামের এক যুবক। এই অভিযোগে ওই মহিলা থানায় ডায়রি করলে, অভিযুক্তের নামে ৩৫৪ ধারায় মামলা রুজু করা হয়।

molest

বিচারকের রায়
সেই ঘটনার বিচার চলছিল। বিচার শেষে বিচারপতি রোহিত আর্য্য দিলেন এক অদ্ভুত রায়। তিনি বললেন, অভিযুক্তকে ৩ রা আগস্ট রাখির দিন সকালে ১১ টায় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই নির্যাতিতা মহিলার বাড়ি গিয়ে, তার হাতে রাখি পড়তে হবে। সেইসঙ্গে উপহার স্বরূপ নগদ ১১ হাজার টাকা এবং ওই মহিলার ছেলের জন্য ৫০০০ টাকার জামাকাপড় ও মিষ্টিও কিনে নিয়ে যেতে হবে।

image 1 28

রক্ষা করতে হবে অভিযোগকারিণীকে
সর্বপোরি রাখির দিন অঙ্গীকার করতে হবে, ওই মহিলাকে আজীবন নিজের সবটুকু দিয়ে আগলে রেখে, তাঁকে সবরকম বিপদ থেকে রক্ষা করতে হবে। এই আজব শাস্তি শুনে অনেকেই ভাবছেন, বিচারপতি এইভাবে শাস্তির মাধ্যমে ক্ষতিপূরণের টাকা দিতে বাধ্য করলেন অভিযুক্তকে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর