পাকিস্তানের প্লেয়ারের বর্শা নেওয়া নিয়ে ফের মুখ খুললেন নীরজ, ভিডিওর মাধ্যমে দিলেন বিশেষ বার্তা

বাংলা হাট ডেস্কঃ অনেক সময় ছোট ছোট অনেক ঘটনা ভীষণ বড় হয়ে ওঠে। বিশেষত আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক ঘটনাই এমনভাবে দেখা হয় যা আদতে ততখানি গুরুত্বপূর্ণ কিছু নয়। এমনই একটি ঘটনা কয়েকদিন আগে ঘটেছিল সোনাজয়ী নীরজ চোপড়ার সাথে। অলিম্পিকের কাহিনী শোনাতে গিয়ে সংবাদমাধ্যমের একটি ইন্টারভিউতে করতে নীরজ বলেছিলেন, ফাইনালের সময় তিনি প্রথম তার জ্যাভলিনটা খুঁজে পাচ্ছিলেন না। তারপর দেখা যায় সেটি নিয়ে প্র্যাকটিস করছেন পাকিস্তানি ক্রীড়াবিদ আরশাদ নাদিম। এরপর তার কাছ থেকে নিজের বর্শা ফেরত নিয়ে থ্রো শুরু করেন নীরজ।

   

এই ঘটনা সংবাদমাধ্যমে নানাভাবে উঠে এসেছে, যা নিয়ে তৈরি হয়েছে বেশ কিছু বিতর্ক। আর তাই এবার পুরো ঘটনাটি এত গুরুত্বপূর্ণ কিছু নয়, এমনটাই জানালেন নীরজ। টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “সকলকে নমস্কার, এবং প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই আমাকে এত সমর্থন করার জন্য। সাথে সাথেই একটা ঘটনা বলতে চাই, কয়েকদিন আগে আমি একটি ইন্টারভিউতে বলেছিলাম ফাইনালে করার আগে আমি পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের কাছ থেকে জ্যাভলিন নিয়েছিলাম। এটা অতি সাধারন ঘটনা যা এখন অত্যন্ত বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও জানান, “আমরা আমাদের বর্শাগুলি একটা জায়গায় রাখি। প্রত্যেক খেলোয়াড় সেটা নিতে পারে এবং ব্যবহার করতে পারে এটাই নিয়ম। ও যে নিজের থ্রোয়ের জন্য জ্যাভলিনটি নিয়ে প্র্যাকটিস করছিল এতে কোন ভুল নেই। তারপর আমি আমার থ্রোয়ের জন্য ওর কাছ থেকে সেটা চেয়ে নিই। এটা কোন বড় বিষয় নয়, আমি খুবই দুঃখিত যে আমার এই কথাটি এত বড় বিষয় হিসেবে দেখানো হচ্ছে। সকলের কাছে আমার একটাই অনুরোধ এরকম করবেন না। খেলা সকলকে একসঙ্গে চলতে শেখায়, আমরা সমস্ত খেলোয়াড়রা একে অপরের সঙ্গে সুন্দর ভাবে মিশি এবং ভালোভাবে কথা বলি।”

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও একাধিকবার নাদিমের প্রশংসা করেছেন নীরজ। তিনি বারবার জানিয়েছেন, নাদিমকে সমর্থন করুন আগামী দিনেও আরও ভালো পারফর্মেন্স উপহার দেবে। যদিও এবার নিজের সেরাটা দিয়েও পদক জয় করতে পারেননি তিনি তবে পাকিস্তানের এই তারকা আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই যথেষ্ট সুনাম কুড়িয়েছেন।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর