কাশ্মীরের ভুল ইতিহাস শুধরানোর সময় এসেছে : অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : কাশ্মীর ইস্যু নিয়ে উত্তাল হয়েছে পাকিস্তান ও ভারত সম্পর্ক। কাশ্মীরের ওপর থেকে ইতিমধ্যেই সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কলেজ ও স্কুলগুলি আবার সচল হচ্ছে। অফিস ও আদালত সচল হতে শুরু করেছে। 22টি জেলায় সমস্ত বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে এখনও অবধি উপত্যকার পরিস্থিতি যে খুব একটা স্বাভাবিক হয়েছে তা নয়। তবে উতসবের মরশুমে কাশ্মীরের পরিস্থিতি আসতে আসতে স্বাভাবিক হওয়ায় যথেষ্টই খুশির হাওয়া উপত্যকায়।amit shah pti

অক্টোবর মাস থেকে লাগু হতে কেন্দ্রশাসিত অঞ্চলের নিয়ম কানুন। তাই লাদাখ ও জম্মু দুই কেন্দ্রশাসিত অঞ্চলে বিভিক্ত হওয়ার আগে এবার কাশ্মীর ইস্যুতে কংগ্রেসকে আক্রমন শানালেন অমিত শাহ। কাশ্মীর ইস্যু নিয়ে এতকাল ভুল ইতিহাস রচিত হয়েছিল এবার ভুল শোধরানোর সময় হয়েছে এসেছে। রবিবার তাই কাশ্মীর ইস্যু নিয়ে এবার নতুন ইতিহাস রচনার সময় হয়েছে বলেও জানান অমিত শাহ।

তবে এখানেই থেমে থাকেননি, কংগ্রেসকে আক্রমন শানিয়ে তিনি আরও জানান নেহেরু যা ভুল করেন তা নাকি হিমালয়ের থেকেও বড়। রবিবার দিল্লীর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তিনি জানান এতদিন অবধি কাশ্মীরের ইতিহাস রচনার ভার যার ওপর ছিল তারা ঠিকঠাক ইতিহাস রচনা করতে পারেনি।

ভুল রচনা করেছেন, তাই এবার সঠিক ইতিহাস রচনার সময় হয়েছে। নিজের বক্তব্যের মধ্য দিয়ে কাশ্মীর ইস্যুকে তুলে ধরে তিনি জানান, কাশ্মীরের সুফি সাধকদের নাকি ধ্বংস করা হয়েছে, তাই এতদিন যে কাশ্মীরের মানুষ কষ্ট পেয়ে এসেছেন তাঁদের এবার সমস্যা সমাধান হবে বলে জানান। এর পাশাপাশি, কাশ্মীর ইস্যু নিয়ে মানবাধিকার কর্মীদের হয়েও একহাত নেন তিনি। এমনকি 370 ধারা নিয়ে যারা বিরোধিতা করেছেন তাঁদের বিরুদ্ধেও সরব হন তিনি।

সম্পর্কিত খবর