সত্যি হল মুখ্যমন্ত্রীর আশঙ্কা, সারদা কাণ্ডের নোটিশ ধরাতে ভোটের আগেই বাংলায় এল CBI-র টিম

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রীর মুখের কথা শেষ হতে না হতেই, বাংলায় (West bengal) আবারও সিবিআইয়ের (CBI) টিম এল সারদা তদন্তে। দিন দশেক আগে নবান্নের এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছিলেন, ভোট এলেই কোন না কোন বিষয় নিয়ে সিবিআইয়ের টিম আসে কলকাতায়। সেই কথাই সত্যি হয়ে দাঁড়াল।

সারদা মামলার নোটিশ আসল কলকাতায়
রাঁচি থেকে রবিবার সিবিআইয়ের একটি টিম এসে পৌঁছেছে কলকাতায়। সারদা মামলার তদন্তের ভিত্তিতে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, সুদীপ্ত সেনের ছেলে শুভজিৎ সেন এবং পিয়ালী মুখপাধ্যায়ের হাতে ধরিয়ে দিল নোটিশ। ভুবনেশ্বর এবং গুয়াহাটিতে সারদা নিয়ে মামলা থাকলেও, তিন বছর পরে আচমকা রাঁচি থেকে নোটিশ আসায় রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।

download 104

গত বছর মে মাসে সারদা কান্ড নিয়ে একবার জল ঘোলা হলেও, আবারও সব থমথমে হয়ে গেছিল। বর্তমান সময়ে করোনার কারণে কিছুদিন স্থগিত থাকলেও, আবারও সারদা কাণ্ডের তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর করা আশঙ্কা সত্যি হয়ে দাঁড়াল। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির তরফ থেকে কলকাতায় চারজনকে এই নোটিশ দেওয়া হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর