সৌরভের জন্যই ভারতীয় দলে লৌহ-কাঠিন্য মনোভাব এসেছিল: কুমার সাঙ্গাকারা।

সৌরভ গাঙ্গুলীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এইদিন সাঙ্গাকারা বলেন ভারতীয় দলে সাহস এবং আত্মবিশ্বাস আনতে সক্ষম হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলীর হাত ধরেই একেবারে ভেঙে পড়া ভারতীয় দল মাথা উঁচু করে চোখে চোখ রেখে লড়াই করতে শিখেছিল। সৌরভ গাঙ্গুলীর সবচেয়ে বড় সাফল্য সেই সময় ভাঙাচোরা ভারতীয় দল নিয়েও বিদেশের মাটিতে একাধিক টেস্ট সিরিজ জয়।

সম্প্রতি একটি চ্যাট শো-তে অংশগ্রহণ করেছিলেন কুমার সাঙ্গাকারা, গৌতম গম্ভীর, গ্রেম স্মিথ এবং কৃষ্ণমাচারি শ্রীকান্ত। সেই অনুষ্ঠানে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের নিরিখে দুই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং মহেন্দ্র সিং ধোনির রেকর্ড নিয়ে আলোচনা হচ্ছিল। তখন সাঙ্গাকারা বলেন দেশের চেনা মাটিতে নয় বরং বিদেশের অচেনা মাটিতে, কঠিন পরিস্থিতিতে টেস্ট সিরিজ জয়ই হচ্ছে একজন অধিনায়কের আসল পরিচয় পরীক্ষা।

42441434774e0b2e6cac461a09e6a3a199a27d7bc00944182af9e69a885339ba70a2f8fc

সাঙ্গাকারা বলেন ঘরের মাঠে খেলতে যে কোন দলই স্বাচ্ছন্দ্যবোধ করে কিন্তু বিদেশের মাটিতে গিয়ে অচেনা পরিবেশে কঠিন পরীক্ষায় পড়তে হয় সকলকে। আর সেই পরীক্ষায় একেবারে সফল হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলীর হাত ধরেই ভারতীয় দলে একটা লৌহ চরিত্র, কঠিন স্বভাব এবং আত্মবিশ্বাস এসেছিল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর