বিকেলের দিকে ফের হবে বৃষ্টিপাত, জানাচ্ছে আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ বুধবার রাত থেকেই তিলোত্তমায় নেমেছে বৃষ্টি। আজ সকালেই কলকাতায় হয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত। যদিও বেলা বাড়তেই ঝলমলিয়ে রোদ উঠেছে শহর জুড়ে। যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিকেলের দিক থেকে ফের হবে বৃষ্টিপাত, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া।

স্বাভাবিকের চেয়ে তাপমাত্রার পারদ ১ ডিগ্রি কমে সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা গড়ে ৩০.৫ ডিগ্রি (স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম)।  তাপমাত্রা মোটামুটি একই থাকবে শনিবার পর্যন্ত। বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে বৃষ্টিপাত হয়েছে ৮.৫ মিলিমিটার।

weather 1

উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পাঁচ জেলা সহ দক্ষিণের নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad), বীরভূম-সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা আগেই করেছিল আবহাওয়া দফতর। বাংলাদেশ (Bangladesh) ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। বিহার (Bihar), ঝাড়খন্ড-এও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

পশ্চিমের জেলাগুলি, পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে। আবার বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানায় হাওয়া অফিস।

 

সম্পর্কিত খবর