বিপুল পরিবর্তন আসছে বাংলার শিল্পে, অর্থ বিনিয়োগ করতে চলেছে বিশ্বের অন্যতম ধনী দেশ

বাংলাহান্ট ডেস্কঃ একে করোনা আবহ, তারউপর দীর্ঘ সময় লকডাউনের ফলে বর্তমান সময়ে কর্মহীন বাংলার (west bengal) বহু মানুষ। এর মধ্যে আবার ভিন রাজ্য থেকে কাজ খুইয়ে বাংলায় ফিরেও এসেছেন বহু পরিযায়ী শ্রমিক। সব মিলিয়ে বেশ কিছুটা সংকটের মধ্যে দিন কাটছে বাংলার বহু মানুষের। এই পরিস্থিতিতে এক সুখবর দিল নবান্ন।

বাংলার শিল্পে অর্থ বিনিয়োগ করছে ইটালি (italy)- এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। শুনতে অবাক লাগলেও, বাস্তবে ঠিক এমনটাই ঘটতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। বাংলার বস্ত্রশিল্প, ফুড প্রসেসিং ও চামড়া শিল্পে বিনিয়োগের জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক সেরেছেন ইটালির কনসাল জেনারেল। আর সবকিছু ঠিকঠাক থাকলে, শীঘ্রই মৌ স্বাক্ষরও করা হবে বলে জানা গিয়েছে।

1629824417 new project 2021 08 24t222839 751

বিষয়টা হল, প্রায় বছর পাঁচেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন শিল্পমন্ত্রী অমিত মিত্র গিয়েছিলেন ইটালিতে। সেখানে গিয়ে নানা বেসরকারি, এমনকী সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে, বাংলার শিল্পে বিনিয়োগের কথা বলেন বিদেশী শিল্পপতিদের, সূত্র এমনটাই জানিয়েছে।

শোনা যায়, মুখ্যমন্ত্রী ইটালি থেকে ফিরে আসার পর সেদেশ থেকে এক প্রতিনিধিদল বাংলায় এসে রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে একাধিকবার বৈঠকও করে। আর তার ফলেই বাংলার শিল্পে বিনিয়োগের সম্ভাবনা আরও দৃঢ় হয়। এমনকি গত সোমবার দিল্লী থেকে কলকাতায় এসে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠকও করে গিয়েছেন ইটালির কনসাল জেনারেল। জানা গিয়েছে, খুব শীঘ্রই ইটালির এক প্রতিনিধিদল বাংলায় আসবে এবং সবকিছু চূড়ান্ত করবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর