করোনায় আক্রান্ত হয়ে পড়লেন চারবার বিশ্বকাপ খেলা ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি।

করোনায় আক্রান্ত হয়েছেন ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি। তিনি বর্তমানে ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টরও বটেন। এইদিন এসি মিলানের তরফেই জানানো হয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন পাওলো মালদিনি, সেই সাথে করোনা ভাইরাস পজেটিভ রেজাল্ট এসেছে পাওলো মালদিনির ছেলেরও। জানা গিয়েছে একজন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন পাওলো মালদিনি তারপর থেকে তিনিও করোনা আক্রান্ত হয়ে পড়েন। এই মুহূর্তে পাওলো মালদিনি এবং তার ছেলে দুজনকেই হোম আইসোলেশনে রাখা হয়েছে।

পাওলো মালদিনির ছেলে ড্যানিয়েল এসি মিলানের যুব দলে ফরোয়ার্ড হিসাবে খেলেন। এইদিন ট্রেনিংয়ে এসে তিনি অসুস্থ বোধ করছিলেন তারপর ক্লাবের তরফে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেই তার শরীরে পাওয়া যায় করোনার জীবাণু।

24445145228399be65e717f9d8e25cd17d00a0135

এই মুহূর্তে করোনার থাবায় সবথেকে বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন ইতালিতে। একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। সেই কারণে পাওলো মালদিনি এবং তার ছেলে ড্যানিয়েলকে আপাতত দুই সপ্তাহের জন্য হোম আইসলেসনে রাখা হচ্ছে। এই পাওলো মালদিনি ইতালির হয়ে 1990, 1994, 1998 এবং 2002 সালে বিশ্বকাপ খেলেছেন। এই মুহূর্তে গোটা ফুটবল বিশ্ব প্রার্থনা করছেন ইতালির সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডারের সুস্থ হয়ে ওঠার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর