হোক CBI বা NIA তদন্ত! ‘কেও দায়িত্ব এড়াতে পারে না’, যাদবপুর কাণ্ডে শেষ দেখার হুঙ্কার শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা অনার্সের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুতে (Jadavpur University Student Death) তোলপাড় গোটা দেশ। কেও যেন খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্যান্ডোরা বক্স! র‌্যাগিং-এর তত্ত্ব নাকি আরও বড় ষড়যন্ত্র! পড়ুয়ার মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।

সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষের পর গতকাল আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে এবার যাদবপুরের পড়ুয়া মৃত্যুর রহস্য ভেদ করতে এনআইএ বা সিবিআই (NIA-CBI) তদন্তের দাবি তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ঠিক কি বললেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক? বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘ রাজ্য সরকার কিংবা কলকাতা পুলিশের উপর তাদের আস্থা নেই। ঘটনার রহস্য উদঘাটন একমাত্র করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই।’

আরও পড়ুন: প্রাথমিকের প্রাক্তন কর্তাকে ১০ লক্ষ টাকা জরিমানার হুঁশিয়ারি বিচারপতির! যা হল এজলাসে..

আর কি বললেন শুভেন্দু? এদিন হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন,’ ২২ তারিখ বিধানসভার অধিবেশনে যদি শিক্ষামন্ত্রী যাদবপুরের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট না নিয়ে আসেন তাহলে বিরোধী দলের বিধায়করা ছেড়ে কথা বলবেন না’।

আরও পড়ুন: ‘দালাল গাঙ্গুলির’ পর সোজা ‘দেশের ফার্স্ট বয়’ বলে সম্বোধন বিচারপতিকে! হঠাৎ কি হল দেবাংশুর?

শুভেন্দুর কথায়, ‘ বাম, অতিবামেদের পাশাপাশি শাসক দল ঘনিষ্ঠ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এই ঘটনার দায় কোনওভাবেই এড়াতে পারেন না। তৃণমূল কংগ্রেস এখন যাদবপুর ইসুকে হাতিয়ার করে যাদবপুরের শিক্ষাঙ্গনে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে চাইছে।’

suvendu

আজ মৃত স্বপ্নদীপ কুন্ডুর নদিয়ার বাড়িতে এক বিধায়কদের দল নিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বিরোধী দলনেতা। পাশাপাশি যাদবপুরে দলের যুব মোর্চার ধরনা অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন শুভেন্দু। কলকাতার ICCR প্রেক্ষাগৃহে বুধবার সন্ধেয় ‘একটি স্বপ্নের মৃত্যু’ শীর্ষক খোলা হাওয়া আয়োজিত এক আলোচনা সভায় শুভেন্দুর অঙ্গীকার, ’ স্বপ্নদীপের মৃত্যুরহস্য উদঘাটনে যতদূর যেতে হয় যাব।’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর