র‍্যাগিং, একের পর এক অভিযোগ! তবুও নজরকাড়া সাফল্য JU’র, কোন সুখবরে উচ্ছ্বসিত পড়ুয়ারা?

বাংলাহান্ট ডেস্ক : র‍্যাগিং, ছাত্র মৃত্যুর মত ঘটনায় সাম্প্রতিক অতীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। এই ধরনের ঘটনায় কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছিল শতাব্দী প্রাচীন এই বিশ্ববিদ্যালয়। তবে ক্যাম্পাস ইন্টারভিউয়ে এবার নজরকাড়া সাফল্য পেয়ে তাক লাগিয়ে দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়ারা।

ক্যাম্পাস ইন্টারভিউয়ে (Campus Interview) দুর্দান্ত সাফল্য JU’র (Jadavpur University)

ক্যাম্পাস ইন্টারভিউয়ে (Campus Interview) এবার অংশ নেওয়া পড়ুয়াদের ৯০% চাকরি পেয়ে গেছেন। শনিবার এই তথ্যই দিয়েছেন প্লেসমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শমিতা ভট্টাচার্য। তিনি জানান, চার জন দেশের মধ্যে সবথেকে বেশি বার্ষিক ৫৭ লাখ টাকার প্যাকেজের চাকরি পেয়েছেন। এই প্যাকেজ প্রদান করেছে একটি তথ্যপ্রযুক্তি সংস্থা (Information Technology Company)।

আরোও পড়ুন : সুপ্রিম কোর্টের রায় মানলেও আন্দোলন থামবে না! এবার কী দাবি? চরম বিপাকে হাসিনা সরকার!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এই চারজনের মধ্যে ৩ জন কম্পিউটার সায়েন্স বিভাগের এবং ১ জন তথ্যপ্রযুক্তি বিভাগের ছাত্র। কম্পিউটার সায়েন্স বিভাগের সায়ন আচার্য, দেবধৃতি রায়, অরিত্র দত্ত এবং তথ্যপ্রযুক্তি বিভাগের অরিন্দম দে এই রেকর্ড টাকার চাকরি পেয়ে অবাক করে দিয়েছেন। তথ্যপ্রযুক্তি বিভাগের এক ছাত্র বার্ষিক ১ কোটি ৪০ লক্ষ টাকার প্যাকেজের চাকরি পেয়েছেন।

আরোও পড়ুন : ‘Exam’ দেওয়ার নিয়মটা এই পৃথিবীতে কে এনেছিল জানেন? ভারতেই বা শুরু কিভাবে? চমকে দেবে তথ্য

এছাড়াও ভালো প্লেসমেন্ট (Placement) পেয়েছেন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেটালার্জি, সিভিল, ইনস্ট্রুমেন্টেশন-সহ ‘কোর’ বিভাগের পড়ুয়ারা। জানা গেছে, JU’র (Jadavpur University) মেকানিক্যাল, কনস্ট্রাকশন এবং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ১০০% পড়ুয়া চাকরি পেয়েছেন। সিভিল, ইলেকট্রিক্যাল, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯৫% পড়ুয়া চাকরি পেয়েছেন।

1547536151 Jadavpur University

শমিতা ভট্টাচার্য জানাচ্ছেন, উচ্চতর শিক্ষার দিকে যান না বেশিরভাগ বিজ্ঞান ও কলা বিভাগের পড়ুয়ারা। তাঁর কথায়,”শিল্প ক্ষেত্রে এ বার প্লেসমেন্টের অবস্থা আশাব্যঞ্জক নয়। সেই তুলনায় যাদবপুর নিজের ধারা বজায় রেখেছে।” অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত জানান, ‘‘ছাত্রেরা আমাদের সম্পদ। রয়েছেন যোগ্যতাসম্পন্ন শিক্ষকেরাও। দুইয়ে মিলিয়েই সাফল্য আসে। এ বারও তা হয়েছে।’’


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর