চোট কাটিয়ে দুর্দান্ত মেজাজে ২২ গজে প্রত্যাবর্তন জাদেজার! তৈরি অস্ট্রেলিয়ার জন্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপের পর প্রথম মাঠে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। এই মুহূর্তে সৌরাষ্ট্রের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ম্যাচে অংশ নিয়েছেন তারকা অলরাউন্ডার। দীর্ঘদিন পরে মাঠে ফিরে কেমন পারফরম্যান্স করবেন তিনি তা জানার জন্য মুখিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। জাদে যা নিজেও জানিয়েছিলেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের অংশ নেওয়ার আগে তিনি একটি রঞ্জি ম্যাচে মাঠে নামতে মুখিয়ে আছেন।

   

আজ তিনি বুঝিয়ে দিলেন যে চোটের জন্য তিনি দীর্ঘদিন বাইরে থাকতে পারেন, কিন্তু তাই বলে তার ক্রিকেটই দক্ষতার ধার কমেনি। তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি সম্পূর্ণ ফিট এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেওয়ার জন্য তার সামনে আপাতত আর কোন বাধা নেই। বল হাতে নিজের পরিচিত ভেলকিতে তামিলনাড়ুকে ঘায়েল করেছেন তিনি।

যাদের এদিন মাঠে ১৭.১ ওভার বোলিং করেছেন। কি নির্দিষ্ট সময়ে তিনি মাত্র ৫৩ রান দিয়েছেন, কিন্তু ৭টি উইকেট তুলে নিয়েছেন। প্রথম ইনিংসে ১৩২ রানের লিড পাওয়া সত্ত্বেও তামিলনাড়ু, সৌরাষ্ট্রের সামনে জয়ের জন্য ২৬৬ রানের বেশি টার্গেট রাখতে পারেনি। সৌরাষ্ট্রের হাতে সময় রয়েছে গোটা একটা দিন।

নিজের দুর্দান্ত বোলিং নিয়ে সন্তুষ্ট রবীন্দ্র জাদেজা নিজেও। যে বলের ভেল্কিতে তিনি সার্টিফিকেট তুলেছেন সেই বলটি একটি ছবি টুইট করে তৃতীয় দিনের খেলা শেষে যা যা লিখেছেন “মরশুমের প্রথম চেরি”। অবশ্য তিনি একাই নন তার এই পারফরম্যান্স দেখে স্বস্তি পাবেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ও।

জাদেজাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের ১৭ জনের দলে রাখা হলেও বলা হয়েছিল যে তিনি খেলবেন কিনা তা নির্ভর করবে তার ফিটনেসের উপর। তার আজকের পারফরম্যান্স দেখার পর বলাই যায় যে তার বোলিং এর ওপর তার চোট আর কোনও প্রভাব ফেলছে না।এশিয়া কাপের মাঝপথে হাঁটুর চোটের কারণে তাকে ছিটকে যেতে হয়েছিল। এরপর করতে হয়েছিল অস্ত্রোপচারও। ওডিআই বিশ্বকাপের বছরের প্রথম মাসেই এমন দুর্দান্ত পারফরম‍্যান্স করে আপাতত একটু ভরসা দিচ্ছেন তিনি সমর্থকদের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর